সাদা পোশাকের ক্রিকেটে অন্যতম মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী দ্বৈরথ হিসেবে পরিচিত দ্যা অ্যাশেজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে এ লড়াই। সাধারণত অ্যাশেজের একটি সিরিজে খেলা হয় পাঁচটি টেস্ট। যে দল সবথেকে বেশি ম্যাচ জিতে সে দলকেই দেয়া হয় সেই বিশেষ ট্রফি। তবে কখনো ড্র হলে কোন দল পায় ট্রফি?
সাধারণত ক্রিকেটে কোনো সিরিজ ড্র হলে দুই দলই ট্রফি ভাগাভাগি করে থাকে। তবে অ্যাশেজের ক্ষেত্রে এমন নিয়ম প্রযোজ্য নয়। সাম্প্রতিক ইতিহাসে ২০১৯ সবশেষ ড্র হয়েছিল এ সিরিজ। সেবার ট্রফি গিয়েছিল অজিদেরই হাতে। কিন্তু কেন?
বিজ্ঞাপন
অ্যাশেজের নিয়মানুযায়ী কখনো সিরিজ ড্র হলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে পূর্ববর্তী আসরের জয়ী দলকে। ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। তাই ড্র করেও ২০১৯ সালে তারাই হয় চ্যাম্পিয়ন।
ঐতিহ্যবাহী এ সিরিজের ট্রফি দেখতে খুবই ছোট আকারের, কাঠের তৈরি এবং দেখতে অনেকটা কলসের মত। মূল্যবান এ ট্রফি রাখা হয় লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাবে। সিরিজ শেষে জয়ী দলকে মূল ট্রফির বদলে দেয়া হয় একটি রেপ্লিকা।
চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অজিদের মুখোমুখী হবে ইংল্যান্ড। মর্যাদাপূর্ণ এ ট্রফি পুনরুদ্ধারে জয় ছাড়া কোনো বিকল্প নেই ইংলিশদের। কেননা গত মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তাই এবার ড্র হলেও তাদের হাতেই ওঠবে অ্যাশেজের মুকুট।
আরএ

