সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথম ওভারে ৪ উইকেট নিয়ে শাহিন আফ্রিদির বিশ্বরেকর্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

প্রথম ওভারে ৪ উইকেট নিয়ে শাহিন আফ্রিদির বিশ্বরেকর্ড 

প্রথম ওভারে উইকেট নেওয়া যেন রীতিমত অভ্যাসে পরিণত করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। জাতীয় দলের হয়ে এমন কীর্তি গড়েছেন অনেকবার। এবার এই বাঁহাতি পেসার শুধু প্রথম ওভারে উইকেট নেন নি, গড়েছেন বিশ্ব রেকর্ড। চলমান ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে প্রথম ওভারে চার উইকেট শিকার করেছেন। যা স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবার ঘটেছে। 

ইংলিশ টি-টোয়েন্টি লিগে নটিংহামশায়ারের হয়ে খেলেন আফ্রিদি। গতকাল শুক্রবার (৩০ জুন) ট্রেন্ট ব্রিজে নিজেদের ঘরের মাঠে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয় আলেক্স হেলসের দল। যেখানে আগে ব্যাট করে বার্মিংহামকে ১৬৯ রানের লক্ষ্য দেয় নটিং। 


বিজ্ঞাপন


১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অবিশ্বাস্য এই কীর্তি গড়েন শাহিন আফ্রিদি। তার করা প্রথম ওভারের প্রথম বলটির লাইন ছিল দিশেহারা। যা থেকে ওয়াইডসহ চারে পাঁচ রান আসে। এরপর শাহিনের প্রথম বৈধ ডেলিভারিতেই তিনি উইকেটের দেখা পান। 

বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিসকে লেগ বি ফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর দ্বিতীয় বলেই বোল্ড আউট করে সাজঘরে ফেরান ক্রিশ্চিয়ান বেঞ্জামিনকে। 

হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে থাকা শাহিনের তৃতীয় বলটি রুখে দেন ড্যান মোসলে। তবে পঞ্চম বলেই আবারও নিজেদের তৃতীয় উইকেট শিকার করেন আফ্রিদি। তারপর ওভারের শেষ বলে এড বার্নার্ডকে বোল্ড করে বিশ্বরেকর্ডে নিজের নাম লেখান এই পাকিস্তানি। 

প্রথম ওভারে চার উইকেটের শিকারের কীর্তি এটিই প্রথম। তবে আফ্রিদির এই রেকর্ডের দিনে তার দল ২ উইকেটে হেরেছে। শাহিন চার ওভারে ২৯ দিয়ে ৪ উইকেট নেন। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর