সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেঞ্চুরি করে কোহলির রেকর্ড ভাঙলেন শাই হোপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ১০:০৫ এএম

শেয়ার করুন:

সেঞ্চুরি করে কোহলির রেকর্ড ভাঙলেন শাই হোপ

আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর বাছাইপর্বে নেপালের বিপক্ষে বৃহস্পতিবার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। শত রানের এ ইনিংস দিয়ে বিরাট কোহলির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এছাড়াও বাছাইপর্বের সর্বোচ্চ স্কোরটিও এখন ক্যারিবিয়ান অধিনায়কের নামেই।     

কাল প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজদের দুই ওপেনার কাইল মায়ার্স ১ রানে এবং জনসন চার্লস শূন্য রানেই আউট হয়ে ফিরে যান। ফলে ওয়েস্ট ইন্ডিজ তখন ৯ রানে দুই উইকেট হারিয়ে যখন বেকায়দায় তখন ব্যাট করতে নামেন অধিনায়ক হোপ। এরপর আরও এক উইকেট হারালে নিকোলাস পুরানের সাথে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন তিনি। এ দুজনেরই সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় দল। শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জয় তুলে নেয় তারা।


বিজ্ঞাপন


একদিনের আন্তর্জাতিক ম্যাচে কালকের সেঞ্চুরি হোপের ১৫ তম। শত রানের এ ইনিংস খেলে ক্রিকেটের এক পরিসংখ্যানে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। ১৫ টি সেঞ্চুরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের হিসাবে দ্রুততম রেকর্ডে শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। তিনি মাত্র ৮৩ ইনিংস খেলেই নিজের ১৫ তম শতকের দেখা পেয়েছিলেন।

এরপর দুই নম্বরে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাসিম আমলা। তিনি এ মাইলফলকে পৌছেছিলেন ৮৬ ইনিংস। ১০৬ ইনিংসে ১৫ সেঞ্চুরি করায় তিন নম্বরে এতদিন ছিল কোহলির নাম। কিন্তু নেপালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে  হোপের শতক এসেছে তাঁর ১১৫ তম ইনিংসে। এর মাধ্যমেই কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।

এদিকে ২০১৯ বিশ্বকাপের পর কালকের ইনিংসটি ছিল হোপের নবম শত রানের ইনিংস। গত বিশ্বকাপের পর আটটি শত রানের ইনিংস আছে বাবর আজমের। এ হিসাবে পাকিস্তানি ওপেনারকেও পেছনে ফেলেছেন তিনি।

আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর