সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ারের প্রথম ক্লাবে ফিরছেন ডি মারিয়া!  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

ক্যারিয়ারের প্রথম ক্লাবে ফিরছেন ডি মারিয়া!  

স্বদেশী লিওনেল মেসিকে রেখে প্যারিস সেন্ট জার্মেই ত্যাগ করে ইতালি ক্লাব জুভেন্তাসে এসেছিলেন আনহেল ডি মারিয়া। তবে এ সময় ক্লাবের হয়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য করতে পারেননি এই তারকা। তাই বাড়ছে না চুক্তির মেয়াদ। ফ্রি এজেন্ট হয়ে ফিরে যেতে পারেন ইউরোপে তার প্রথম ক্লাব বেনিফিকায়।   

পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলার বরাত দিয়ে ক্রীড়া সাংবাদিক ফেব্রিয়ানো রোমানো টুইটারে লিখেছেন, ইউরোপে ডি মারিয়ার প্রথম ক্লাব বেনিফিকায় ফিরতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সী এই ফুটবলার। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি।


বিজ্ঞাপন


লাতিন আমেরিকার দেশ আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে ২০০৭ সালে পাড়ি জমান বেনিফিকায়। এই ফুটবলারের সেটাই প্রথম ইউরোপিয়ান কোনো দল। ১২১ ম্যাচে ১৫ গোল আর ২৮ এসিস্টে নজর কেড়েছিলেন তিনি। ২০১০ সাল পর্যন্ত সেখানে থেকে রিয়াল মাদ্রিদে যান। সেখানে ১৯০ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল, করিয়েছেন আরও ৮৫ গোল। জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

সেখানে ৪ বছর দারুণ সময় কাটিয়ে পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এক বছরের চুক্তিতে সেখানে নাম লিখিয়ে খেলেন ৩২ ম্যাচ। তারপরই চলে যান প্যারিসে। ৭ বছরের ফরাসি অধ্যায়ে ২৯৫ ম্যাচে তার পা থেকে এসেছে ৯৩টি গোল। করিয়েছেন আরও ১১৯টি। ক্লাব ফুটবলে সবচেয়ে দীর্ঘ ও সেরা সময় তার কেটেছে এখানেই।

তারপর চলে যান এক বছরের চুক্তিতে ইতালির ক্লাব জুভেন্তাসে। অবশেষে সেখানেও শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। এবার পাড়ি জমাবেন নতুন কোনো ঠিকানায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর