নতুন বছর অর্থাৎ ২০২৬ আসতে আর মাত্র কয়েকটি দিন হাতে আছে ৷ নানান উৎসবের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে ৷ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে ৷ সেটি হচ্ছে, ২০২৬ সালে সূর্যগ্রহণ কয়টি?
২০২৬ সালের সূর্যগ্রহণ
বিজ্ঞাপন
২০২৫ সালের মতো ২০২৬ সালেও মোট চারটি গ্রহণ হবে- দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। এই প্রতিবেদনে জেনে নিন ২০২৬ সালে সূর্যগ্রহণ সম্পর্কে।

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এই দিনটি ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। এই গ্রহণ ভারত ও বাংলাদশে কোথাও দেখা যাবে না।
বিজ্ঞাপন
২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ
২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ আগস্ট, বুধবার হবে। এই দিনটি শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে হবে। এই সূর্যগ্রহণটিও ভারত ও বাংলাদেশে কোথাও দেখা যাবে না।

সূর্যগ্রহণ কী?
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ।
আরও পড়ুন: ২০২৬ সালে চারটি গ্রহণ: একটি দেখা যাবে বাংলাদেশে
সূর্যগ্রহণ কোনো হয়?
যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে যায়। এটি একটি সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থানের কারণে ঘটে, যখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে।
এজেড

