শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

জীবনের সকল কাজা রোজা আদায়ের বিধান কেমন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১১:২৭ এএম

শেয়ার করুন:

জীবনের সকল কাজা রোজা আদায়ের বিধান কেমন

রমজানের রোজা ইসলামের রুকনসমূহের একটি। শরয়ি ওজর ছাড়া এই রোজা পরিত্যাগ করার সুযোগ ইসলামে নেই। আলেমদের মতে, ছুটে যাওয়া রোজাকে কাজা করা ওয়াজিব। এর উপর সমস্ত উলামায়ে কেরামের ইজমা রয়েছে। ইবনে আব্দুল বার (রহ) বলেন—

‘উলামায়ে কেরামের ইজমা রয়েছে- যে ব্যক্তি রমজানের রোজাকে ফরজ হুকুমের বিশ্বাস থাকাবস্থায় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, সে তওবা করবে এবং উক্ত রোজাসমূহের কাজা করে নেবে।’ (আল-ইসতেযকার: ১/৭৭)

যদিও কিছুসংখ্যক উলামায়ে কেরাম মনে করেন, ‘ছুটে যাওয়া রোজার কোনো কাজা নেই; বরং এক্ষেত্রে বেশি বেশি নফল রোজা রাখলেই যথেষ্ট হবে’। এই মতকে ইবনে তাইমিয়া ও ইবনে উছাইমিনও (রহ) গ্রহণ করেছেন। কিন্তু জমহুর উলামার মতে, রমজানের রোজা যেহেতু ফরজ ইবাদত এবং এই রোজা তার ওপর ফরজ ছিলো, তাই কাজা আদায় না করা পর্যন্ত সে জিম্মামুক্ত বা দায়মুক্ত হবে না।

এছাড়াও হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে—

‘যে ব্যক্তি শরয়ি কোনো ওজর ছাড়া রমজানের কোনো রোজা ভেঙ্গে ফেলবে, সারাজীবন রোজা রাখলেও সেই রমজানের রোজার সমপরিমাণ হবে না।’ (সহিহ বুখারি- শামেলা-৩/৪৩)

তাই জীবনে যতটা ফরজ রোজা রাখেননি বা নিয়তই করেননি, সেগুলোকে হিসেব করে কাজা করে নিতে হবে। এক্ষেত্রে কাফফারার কোনো প্রয়োজন নেই। আর যেসব রোজা রাখার পর ভেঙে দিয়েছেন, যেমন সহবাসের মাধ্যমে, এই রোজার কাফফারা আদায় করতে হবে।


বিজ্ঞাপন


কাফফারা কয়টি আদায় করতে হবে—এর উত্তরে তিনটি মত পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে—

প্রতিটি রোজার জন্য পৃথক কাফফারা আসার কথা থাকলেও যেহেতু এটা মানুষের জন্য অসম্ভব, তাই ফুকাহায়ে কেরাম সহজতার স্বার্থে বলেন যে, অতীতের যতগুলো রোজা স্ত্রী সহবাসের মাধ্যমে ভঙ্গ হয়েছে, সবগুলোর জন্য আলাদা আলাদা কাফফারা আদায় করতে হবে এবং স্ত্রী সহবাস ছাড়া অন্য কোনো মাধ্যম তথা খাওয়াদাওয়ার মাধ্যমে যতগুলো রোজা ভঙ্গ হয়েছে, সেসব রোজার জন্য একটি কাফফারা আদায় করাই যথেষ্ট হবে।’ (আহসানুল ফতোয়া-৪/৪৩৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানবিষয়ক যাবতীয় জ্ঞান অর্জনের তাওফিক দান করুন। আল্লাহর সকল হুকুম যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর