শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লজ্জা ও অহংকার: ইলম অর্জনে বড় বাধা 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

লজ্জা ও অহংকার: ইলম অর্জনে বড় বাধা 

ইলম বা ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। কেননা ইলম অর্জন না করলে সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যায় না। মানুষকে আল্লাহর পথে আহ্বান করাও যায় না। তাই মহান আল্লাহ ইলম শিক্ষাকারী ও শিক্ষাদাতাকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। রাসুল (স.) ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে পবিত্র কোরআন শিখে এবং শেখায়। (বুখারি: ৫০২৭)

রাসুলুল্লাহ (স.) আরও ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। (সহিহ বুখারি: ৭১; সহিহ মুসলিম: ১০৩৭) অন্য হাদিসে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ তাআলা বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯)

কিন্তু মানুষের দুটি স্বভাব এই ইলম অর্জনের পথে বড় বাধা হিসেবে কাজ করে। একটি হলো লজ্জা, অপরটি অহংকার। লজ্জা অবশ্যই একটি প্রশংসনীয় গুণ। হাদিসের ভাষ্যে একে ঈমানের অঙ্গ বলা হয়েছে। তবে ইলম অর্জনের ক্ষেত্রে অধিক লজ্জা বর্জনীয়। লজ্জা ও অহংকারের সমন্বয় একজন ইলমপ্রত্যাশীকেও আজীবন অজ্ঞই রেখে দেয়। ফলে ইলমের মতো মহাকল্যাণ থেকে তারা বঞ্চিত হয়। 

বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) বলেন- لاَ يَتَعَلّمُ العِلْمَ مُسْتَحْيٍ وَلاَ مُسْتَكْبِرٌ ‘অনর্থক লজ্জাকারী ও অহংকারী ইলম থেকে বঞ্চিত হয়’ (সহিহ বুখারি: ১৩২) আয়েশা (রা.) আনসারী নারীদের প্রশংসা করে বলেন, نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنّ الحَيَاءُ أَنْ يَتَفَقّهْنَ فِي الدِّينِ ‘আনসারী নারীরা কতই না উত্তম! দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের জন্য বাধা হয় না।’ (সহিহ বুখারি: ১৩২, ইফা)

এখানে ইলম অর্জনে বাধা হিসেবে মানুষের দুটি স্বভাবের কথা বলা হয়েছে। একটি ভালো হলেও অন্যটি খুবই খারাপ। অহংকার এতটাই খারাপ স্বভাব যে জান্নাতে যাওয়ার পথেই অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। অহংকারীদের ‘বলা হবে- জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!’ (সুরা যুমার: ৭২) 

মহানবী (স.) ইরশাদ করেছেন, ‘তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না..।’ (জামে তিরমিজি: ১৯৯৮)

মুমিন কখনও অহংকারী হতে পারে না। মুমিনকে হতে হয় বিনয়ী। চলনে বলনে সর্বক্ষেত্রে বিনয়ী। ইলম অন্বেষণের ক্ষেত্রে হতে হবে আরো বেশি বিনয়ী। আর লজ্জা সবসময়ের জন্য ভালো হলেও ইলম অর্জনের ক্ষেত্রে লজ্জাকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। কেননা ইলম অর্জন ফরজ। সুতরাং আগে ইলম, তারপরে লজ্জা।

আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারের মতো খারাপ স্বভাব থেকে হেফাজত করুন। দ্বীনি জ্ঞান অর্জনের তাওফিক দান করুন আর ইলম অর্জনে সকল বাধা থেকে হেফাজত করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর