সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুমার খুতবার সময় দরুদ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

জুমার খুতবার সময় দরুদ পড়া যাবে?

জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। অধিক মর্যাদাসম্পন্ন এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। এছাড়াও বিশেষ কিছু আমল রয়েছে জুমার দিনে। এর মধ্যে নবীজির ওপর দরুদ পাঠ অন্যতম।

হজরত আলি (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি নবী কারিম (স.)-এর ওপর জুমার দিন ১০০ বার দরুদ পাঠ করে, সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে, তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কী আমল করেছিল!’ (কানজুল উম্মাল: ১৭৪)


বিজ্ঞাপন


সাধারণত নবীজির নাম শুনলে বা উচ্চারণ করলে দরুদ পড়া ওয়াজিব। নবীজির নাম শুনে যারা দরুদ পড়ে না, তাদেরকে ফেরেশতা জিব্রাইল (আ.) ও মহানবী (স.) অভিশাপ দিয়েছেন। (দ্রষ্টব্য- সহিহ ইবনে হিব্বান: ৯০৭)

কিন্তু জুমার খুতবা চলাকালীন সময়ে দরুদ পড়া যাবে না। কেননা খুতবার সময় খুতবা শোনা ওয়াজিব ও কথাবার্তা বলা হারাম। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেছেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে ‘চুপ করো’ বলাও অনর্থক। (বুখারি: ১/১২৮, ৮৯২; মুসলিম: ২০০৫)

এমনকি খুতবার সময় সুন্নত-নফল নামাজ পড়াও বৈধ নয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন, তখন নামাজ পড়বে না, কথাও বলবে না। (মেশকাত: ৩/৪৩২)

ফিকাহ শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থ ফতোয়ায়ে শামিতে একটি মূলনীতি উল্লেখ হয়েছে যে নামাজের মধ্যে যেসব কাজ হারাম, তা খুতবা চলাকালীন সময়েও হারাম। যেমন- কথাবার্তা বলা ও পানাহার করা ইত্যাদি। (ফতোয়ায়ে শামি: ৩/৩৫)

একইভাবে নবীজির ওপর দরুদ পাঠ করাও নিষিদ্ধ। এ বিষয়ে ইসলামি আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা বলেন, ‘খুতবা চলাকালে রাসুলুল্লাহ (স.)-এর নাম এলে মুখে উচ্চারণ করে দরুদ শরিফ পড়া যাবে না। কেননা খুতবা অবস্থায় কথাবার্তা এবং সকল প্রকার জিকির নিষিদ্ধ। তবে মনে মনে দরুদ শরিফ পড়ে নেওয়ার অবকাশ রয়েছে। কেননা এতে চুপ থেকে খুতবা শোনার বিধান লঙ্ঘিত হয় না। (আলমাবসুত, সারাখখি: ২/২৯; বাদায়েউস সানায়ে: ১/৫৯২; ফতোয়ায়ে খানিয়া: ১/১৮২; আলমুহিতুল বুরহানি: ২/৪৬০; ফাতহুল কাদির: ২/৩৮; আলবাহরুর রায়েক: ২/১৫৬)

অতএব, মুসল্লিদের উচিত খুতবার সময় যেকোনো কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকা, এমনকি দরুদ শরিফও পাঠ না করা এবং অত্যন্ত মনোযোগী হয়ে খুতবা শোনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর