সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুসাফাহার সময় কি বুকে হাত লাগাতে হয়?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

মুসাফাহার সময় কি বুকে হাত লাগাতে হয়?

মুসাফাহা বা করমর্দন করা একটি ইসলামি রীতি। এটি ভালবাসা ও হৃদ্যতার বহিঃপ্রকাশ। অন্যদিকে এতে পারস্পারিক হিংসা-বিদ্বেষ ও কলহ দূর হয়। বারাআ (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দুজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয়।’ (আবু দাউদ: ৫২১২)

সাহাবিরা মুসাফাহায় অভ্যস্ত ছিলেন। কাতাদাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আমি আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম- নবী (স.)-এর সাহাবিগণের মধ্যে কি মুসাফাহা চালু ছিল? তিনি বললেন, হ্যাঁ।’ (সহিহ বুখারি: ৬২৬৩)


বিজ্ঞাপন


ইবনে বাত্তাল বলেন, ‘সর্বস্তরের আলেমদের মতে, মুসাফাহা একটি নেক কাজ। নববি বলেন, সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নত মর্মে ইজমা বা আলেমদের ঐক্যমত্য সংঘটিত হয়েছে।’ (যেমনটি রয়েছে ‘ফাতহুল বারী’ গ্রন্থে ১১/৫৫)

বিভিন্ন হাদিসে মহানবী (স.) উম্মতকে মুসাফাহা করার প্রতি উৎসাহিত করেছেন। তবে, প্রশ্নে উল্লেখিত মুসাফাহার সময় বুকে হাত লাগানোর ব্যাপারে হাদিসে কিছু বর্ণিত হয়নি। আনাস (রা:) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল, আমাদের মধ্য থেকে কেউ তার ভাইয়ের সঙ্গে কিংবা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথানত করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমা দেবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তার হাত ধরে তার সাথে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। (তিরিমিজি: ২৭২৮)

সুতরাং মুসাফাহার পর হাত বুকে লাগানোর কোনো নিয়ম ইসলামে নেই। সুতরাং তা জরুরি নয়। মুসাফাহার নিয়ম এটাই যে পরস্পর দুই হাতে মুসাফাহা করা। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, (মুসাফাহার সময়) আমার হাতটি রাসুলুল্লাহ (স.)-এর দুই হাতের মধ্যে ছিল। (বুখারি: ৫/২৩১১)

আর মুসাফাহার সময় এ দোয়া পড়া সুন্নত— ‘ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।’ আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক বিষয়ে নবীজির সুন্নত যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর