শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

 ঈমানের স্বাদ পেতে হলে তিন গুণ জরুরি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

 ঈমানের স্বাদ পেতে হলে তিন গুণ জরুরি

দ্বীন ইসলামে প্রবেশ করার জন্য সর্বপ্রথম যা অপরিহার্য তা-ই ঈমান। আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে, যে আল্লাহকে রব হিসেবে, দ্বীন হিসেবে ইসলামকে এবং মুহাম্মদ (স.)-কে রাসুল হিসেবে সন্তুষ্টচিত্তে স্বীকার করেছে। (মুসলিম: ৫৭) 

যে ব্যক্তি এই তিন জিনিসের ওপর ঈমান আনবে না, সে কখনো মুমিন হতে পারবে না; ঈমানের স্বাদ পাওয়া তো দূরের কথা। ঈমান মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। পরিপূর্ণ ঈমানদাররা ঈমানের স্বাদ অনুভব করতে পারেন। রাসুলুল্লাহ (স.) তাঁর প্রিয় উম্মতকে এমন তিনটি গুণ সম্পর্কে অবহিত করেছেন, যেগুলো কারো মধ্যে পাওয়া গেলে, তিনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবেন।


বিজ্ঞাপন


১. আল্লাহ ও তাঁর রাসুল (স.) অন্য সবকিছু থেকে অধিক প্রিয় হওয়া
এটি ঈমানের স্বাদ আস্বাদনের প্রথম শর্ত। যার মধ্যে আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর ওপর প্রবল বিশ্বাস ও ভালোবাসা থাকবে না, দুনিয়ার সব কিছুর ওপর আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর প্রাধান্য দেওয়ার মানসিকতা থাকবে না, সে কখনোই ঈমানের স্বাদ পাবে না। (বুখারি: ৬৯৪১)

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই।’ (বুখারি: ১৫)

২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা স্থাপনকারীদের কঠিন কেয়ামতের দিন মহান আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, যেদিন আল্লাহর (রহমতের) ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দেবেন। 
-ন্যায়পরায়ণ শাসক 
-সেই যুবক, যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে 
-সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে 
-সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য 
-সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে ‘আমি আল্লাহকে ভয় করি’ 
-সেই ব্যক্তি যে গোপনে দান করে অথচ তার ডান হাত যা খরচ করে, বাম হাত তা জানে না 
-সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। (বুখারি: ৬৬০)  

৩. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা


বিজ্ঞাপন


একজন মানুষ আগুন নিক্ষিপ্ত হওয়াকে যে পরিমাণ ভয় করে, একজন ঈমানদারের জন্য কুফরিকে এর চেয়ে বেশি ভয় করতে হবে। তবেই একজন মুমিন পরিপূর্ণরূপে ঈমানের স্বাদ পাবে। (বুখারি: ১৬)

ঈমানের স্বাদ কী
শায়খ মুহিউদ্দিন ইবনুল আরাবির মতে, ইবাদত-বন্দেগিতে আগ্রহবোধ তৈরি হওয়া; তৃপ্তি অনুভূত হওয়া; দ্বীনের পথে দুঃখ-কষ্ট সহ্য করার মানসিকতা সৃষ্টি হওয়া এবং দুনিয়ার সকল বিষয়ের ওপর ইসলামকে প্রাধান্য দেয়ার মানসিকতা অর্জন করাই হচ্ছে ঈমানের স্বাদ লাভ।

আল্লামা কাজী বায়যাবি (রহ) বলেন, ইসলামি শরিয়তের অনুশাসন ও বিধি-বিধান পালন করা স্বভাবগত কষ্টকর মনে হলেও তার উপকারিতা এবং প্রতিদানের প্রত্যাশায় যা যথাযথ পালনের আগ্রহ সৃষ্টি হওয়াই হচ্ছে ঈমানের স্বাদ লাভ।

মহান আল্লাহ মুসলিম উম্মাহকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুন এবং পূর্ণ ঈমানের স্বাদ আস্বাদনের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর