সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেনায় লিপ্ত হওয়া নারীকে বিয়ে করা যাবে কি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

জেনায় লিপ্ত হওয়া নারীকে বিয়ে করা যাবে কি?

জেনা বা অবৈধ শারীরিক সম্পর্ক কঠিন গুনাহগুলোর মধ্যে অন্যতম। এই গুনাহে লিপ্ত থাকার সময় ঈমান দূরে সরে যায়। অর্থাৎ জেনা করার সময় জেনাকারীর মধ্যে ঈমান থাকে না। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘জেনাকারী যখন জেনায় লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। যখন কেউ মদপান করে, তখন সে মুমিন থাকে না। কেউ চুরি করার সময় মুমিন থাকে না এবং কোনো ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে, মানুষ তার দিকে অসহায় তাকিয়ে থাকে; তখন সে (ছিনতাইকারী) মুমিন থাকে না। (সহিহ বুখারি: ৬৭৭২)

তারপরও কেউ যদি শয়তানের প্ররোচনায় বা নফসের তাড়নায় জেনায় লিপ্ত হয়ে পড়ে, তাকে যতদ্রুত সম্ভব তাওবা করতে হবে। সত্যিকার অর্থে, আন্তরিকতা ও ইখলাসের সঙ্গে যদি কেউ তাওবা করে, আল্লাহ তাআলা কঠিন গুনাহও ক্ষমা করে দেন। তবে, মনে একটা রেখে মুখে আরেকটা বললে তাওবা হবে না। তাওবা শুধু মুখে বলার কাজ নয়, বরং কাজে প্রমাণ করাই তাওবার উদ্দেশ্য। তাওবা করার সময় গুনাহের জন্য লজ্জিত হতে হবে এবং মন থেকে সংকল্প করতে হবে যে গুনাহ থেকে পুরোপুরি বেরিয়ে আসব। তাহলেই আল্লাহ ক্ষমা করে দেবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ‘মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা নুর: ৩১)


বিজ্ঞাপন


হজরত উবাদা বিন আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসুল (স.) ইরশাদ করেছেন, التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ গুনাহ থেকে তওবাকারী এমন, যেন সে গুনাহই করেইনি। (সুনানে ইবনে মাজাহ: ৪২৫০)

আরও পড়ুন: একজনের সঙ্গে শারীরিক সম্পর্কের পর অন্য কাউকে বিয়ে করা জায়েজ?

সুতরাং প্রশ্নে উল্লেখিত মহিলা যদি তার ভুল বুঝতে পারে এবং খাঁটি অন্তরে তাওবা করে, তাহলে তাকে বিয়ে করতে দোষ নেই। এরপরও কাউকে বিয়ে করা বা না করা আপনার এখতিয়ারাধীন। আপনি চাইলে বিয়ে না করতে পারেন, আবার আপনার যদি মনে হয় যে ওই নারী আর এমন গুনাহে জড়িত হবে না তাহলে তাকে বিয়ে করতেও কোনো দোষ নেই। যেহেতু সে তাওবার মাধ্যমে নিজেকে পবিত্র করে নিয়েছে। 

মনে রাখতে হবে, আপনি যেহেতু সবকিছু জেনেশুনে ওই মহিলাকে বিয়ে করছেন, জীবনে তাকে অতীত ভুলের জন্য কোনোরকম কষ্ট দেওয়া যাবে না। এতে নিজের আখেরাতই নষ্ট হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.) সাহাবিদের চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন।


বিজ্ঞাপন


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ‘বনি ইসরাইলে দুই বন্ধু ছিল। তাদের একজন পাপ করত, দ্বিতীয়জন খুব ইবাদত গুজার ছিল। ইবাদত গুজার তার বন্ধুকে সর্বদা পাপে লিপ্ত দেখত, তাই সে বলত বিরত হও। একদিন সে তাকে কোনো পাপে লিপ্ত দেখে বলে, বিরত হও। সে বলল, আমাকে ও আমার রবকে থাকতে দাও, তোমাকে কি আমার ওপর পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে? ফলে সে বলল, আল্লাহর শপথ! আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর তাদের উভয়ের রুহ কবজ করা হলো এবং তারা উভয়ে আল্লাহর দরবারে একত্র হলো। তিনি ইবাদত গুজারকে বলেন, তুমি কি আমার ব্যাপারে অবগত ছিলে? অথবা আমার হাতে যা রয়েছে তার ওপর তুমি ক্ষমতাবান ছিলে? আর পাপীকে তিনি বলেন, যাও আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। আর অপর ব্যক্তির জন্য বলেন, তাকে নিয়ে জাহান্নামে যাও।’ (সুনানে আবু দাউদ: ৪৯০১)

আরও পড়ুন: ‘আল্লাহ তোমাকে ক্ষমা করবে না’ বলার কঠিন পরিণতি

কাউকে গুনাহের জন্য হেয় প্রতিপন্ন করার শিক্ষা রয়েছে উল্লেখিত হাদিসে। যে ব্যক্তি সবসময় গুনাহে লিপ্ত থাকত, তাকেই আল্লাহ তাআলা নিজের রহমত দিয়ে জান্নাতে পাঠালেন, অপরদিকে ইবাদতগুজার ব্যক্তিকে পাঠালেন জাহান্নামে। 

সুতরাং, কাউকে অতীত গুনাহের জন্য হেয় করা বা কষ্ট দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। তাছাড়া কারো দোষ-ত্রুটি নিয়ে পড়ে থাকলে নিজেরটাই প্রকাশ হয়ে যায়। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘হে ওই জামাত! যারা মুখে ইসলাম কবুল করেছ, কিন্তু অন্তরে এখনও ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দেবে না, তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে লাঞ্ছিত করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভেতরে অবস্থান করলেও।’ (তিরমিজি: ২০৩২; মেশকাত: ৫০৪৪; সহিহুত তারগিব: ২৩৩৯)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী হওয়ার তাওফিক দান করুন। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। গুনাহ হয়ে গেলে দ্রুত তাওবার মাধ্যমে নিজেকে সংশোধন করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর