রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

রোজা মাকরুহ হওয়ার ১৯ কারণ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

রোজা মাকরুহ হওয়ার ১৯ কারণ

মাকরুহ অর্থ অপছন্দনীয় বা অপ্রিয়। রোজা রেখে কিছু কাজ করলে শরিয়তের দৃষ্টিতে রোজা মাকরুহ হয়। ফলে সওয়াব কমে যায়, তবে ‘সেকারণে রোজা ভঙ্গ হয় না।’ (জাওয়াহিরুল ফতোয়া: খ. ১, পৃ. ২২; জাওয়াহিরুল ফিকহ: খ. ১, পৃ. ৩৭৯; বুখারি: ১৯০৩)

নিচে রোজা মাকরুহ হওয়ার ১৯টি কারণ বর্ণনা করা হলো, যেগুলো থেকে বিরত থাকা একান্ত জরুরি।


বিজ্ঞাপন


১) শরিয়তসম্মত কারণ বা ওজর ছাড়া কোনো বস্তুর স্বাদ আস্বাদন ও চর্বন করা।

২) অনন্যোপায় হওয়া ছাড়াই কোনো কিছু চর্বণ করে শিশুর মুখে দেওয়া।

৩)  কেনাবেচার সময় মধু কিংবা তেলের স্বাদ একান্ত প্রয়োজন ছাড়া আস্বাদন করা।

৪) সঙ্গম বা বীর্যপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও স্ত্রীকে চুমু দেওয়া।


বিজ্ঞাপন


৫)  মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে তারপর গিলে ফেলা।

৬) বেশি ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা মাকরুহ।

৭) মাজন, কয়লা, গুল, টুথপেস্ট ব্যবহার করা।

৮) অহংকারের জন্য সুরমা লাগানো বা গোঁফে তেল লাগানো।

৯) পায়খানার রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে, ভেতরে পানি চলে যাওয়ার আশঙ্কা হয়।

১০) প্রয়োজন ছাড়া দাঁত তোলা মাকরুহ। তাতে যদি রক্ত বা দাঁতে লাগানো ওষুধ পেটে চলে যায়, যা থুতুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে।

১১) এমন কোনো কাজ করা, যা শরীরকে দুর্বলতার দিকে নিয়ে যায়, যেমন শিঙ্গা লাগানো। কাউকে রক্ত দিলে যদি পরের সময়টিতে উপোস থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়।

১২) রোজাদারের জন্য অজুর সময় গড়গড়া করা মাকরুহ।

১৩) গিবত করা মাকরুহ।

১৪) গালি-গালাজ ও শোরগোল করা মাকরুহ।

১৫) টিভি-সিনেমার অপছন্দনীয় অনুষ্ঠান দেখা ও গান-বাদ্য শোনা।

১৬) অশ্লীল কথা বলা।

১৭) মিথ্যা বলা।

১৮) প্রতারণা করা।

১৯) যেকোনো বড় গুনাহে লিপ্ত হওয়া।

(ফতোয়ায়ে শামি; আলমগিরি; ফতহুল কাদির; আলমুহিতুল বুরহানি; ফতোয়া হিন্দিয়া; আহসানুল ফতোয়া; জাওয়াহিরুল ফিকহ; বিনায়াহ; বুখারি; আবু দাউদ)

‘রোজা হলো ঢাল ও সুরক্ষিত দূর্গ’ (মুসনাদে আহমাদ: ৯২২৫)। অতএব, এ ঢাল ও দুর্গকে দূর্বল করা মুমিন মুসলমানের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের রোজায় মাকরুহ বা অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর