ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা, উত্তম সঙ্গী লাভ করা একটি বড় পাওয়া। উত্তম সঙ্গীর প্রভাব পড়ে জীবনে। খারাপ বন্ধু মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, আর ভালো বন্ধুর প্রভাবে জীবন সুন্দর হয়। এজন্যই হাদিসে ভালো সঙ্গী গ্রহণ করার কথা এসেছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)
আগের মুসলিম মনীষীরা উত্তম সঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ উত্তম সঙ্গীর যথার্থতা তাঁরা খুব ভালোভাবেই বুঝেছিলেন। তাঁরা জানতেন, একজন মানুষের পথভ্রষ্ট হওয়ার জন্য খারাপ সঙ্গীই যথেষ্ট। সেজন্য খারাপ সঙ্গী যেন জীবনে না আসে, এই প্রার্থনা ছিল তাঁদের।
হাদিসে উত্তম বন্ধু পাওয়ার বিভিন্ন দোয়ার উল্লেখ রয়েছে। এক বর্ণনায় এসেছে, ইবরাহিম (রহ.) বলেন, আলকামা (র.) একবার সিরিয়ায় গেলেন। যখন মসজিদে প্রবেশ করলেন, তখন তিনি দোয়া করলেন—اللَّهُمَّ يَسِّرْ لِيْ جَلِيْسًا صَالِحًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইয়াসসিরলী জালীসান সা-লিহা’ অর্থ: হে আল্লাহ, আমাকে একজন ভালো সঙ্গী মিলিয়ে দিন..।’ (সহিহ বুখারি: ৩৭৪৩)
আরও পড়ুন: ইসলাম ‘ভালো বন্ধু’ বলেছে যাদের
এছাড়াও পবিত্র কোরআনে ভালো বন্ধু ও সাহায্যকারী পাওয়ার একটি দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলো—رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا উচ্চারণ: ‘রাব্বানা আখরিঝনা মিন হা-জিহিল কারইয়াতিজ জা-লিমি আহলুহা ওয়াঝআল লানা মিল্লাদুংকা ওয়ালিয়্যাও ওয়াঝআল লানা মিল্লাদুংকা নাছী-রা।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে এ জালেম অধ্যুষিত জনপথ/অঞ্চল থেকে মুক্তি দাও। তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও। আর তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও।’ (সুরা নিসা: ৭৫)
আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ সঙ্গী থেকে দূরে রাখুন। ভালো বন্ধু মিলিয়ে দিন। আমিন।