শয়তান মানুষের সরাসরি দুশমন। শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা সাধারণ বিষয় নয়। আল্লাহর বান্দাদেরকে বিপথগামী করতে সে বদ্ধপরিকর। ধোঁকা ও প্ররোচনার নতুন নতুন ফাঁদে মানুষকে আটকানোর চেষ্টা করে শয়তান।
আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন। সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে খুবই কার্যকরী একটি দোয়ার উল্লেখ আছে হাদিসে। ছন্দময় দোয়াটি হলো—
বিজ্ঞাপন
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‘আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাঝিম।’ অর্থ: ‘আমি মহান আল্লাহর কাছে; তাঁর মহানুভব চেহারার কাছে; তাঁর অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।’
বুখারি ও মুসলিমসহ বিভিন্ন হাদিসগ্রন্থে দোয়াটির বর্ণনা এভাবে এসেছে—
হজরত হায়াওয়াহ ইবনু শুরায়িহ (রহ) বলেন, আমি হজরত উক্ববাহ ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি, আমি জানতে পারলাম যে, আপনার কাছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.)-এর মাধ্যমে নবী (স.) থেকে এ হাদিস বর্ণনা করা হয়েছে যে, নবী (স.) মসজিদে প্রবেশের সময় বলতেন—
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ বা ‘অতীব মর্যাদা ও চিরন্তন পরাক্রমশালীর অধিকারী মহান আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে’ হজরত উক্ববাহ (রা.) (প্রশ্ন রেখে) বললেন, এতটুকুই? আমি বললাম, ‘হ্যাঁ।’ (এবার) হজরত উক্ববাহ (রা.) বললেন, ‘কেউ এ দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারা দিনের জন্য বেঁচে গেল।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, দারেমি, মুসনাদে আহমাদ, বুখারি ও মসলিম)
বিজ্ঞাপন
মনে রাখা জরুরি যে, দোয়াটি শুধু মসজিদে প্রবেশের জন্যই নয় বরং সারাদিন শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকতে প্রতিদিন পড়া জরুরি। যদিও রাসুলুল্লাহ (স.) মসজিতে প্রবেশ করতেই এ দোয়াটি পড়তেন।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, সারাদিন শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা থেকে বাঁচতে প্রতিদিন যতবার মসজিদে প্রবেশ করবে, ততবারই এ দোয়াটি পড়া। তাহলে, শয়তান তাঁকে সারাদিন ধোঁকা দিতে পারবে না।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে প্রিয়নবী (স.)-এর শেখানো দোয়াটি পড়ার তাওফিক দান করুন। সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন।