রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগরিবের জামাতে রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার নিয়ম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

মাগরিবের জামাতে রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার নিয়ম

মাগরিবের সময় একদিকে সংক্ষিপ্ত, অন্যদিকে তিন রাকাত ফরজের শেষ দুই রাকাতেই বৈঠক থাকায় মাগরিবের ছুটে যাওয়া নামাজ নিয়ে দ্বিধায় পড়েন নতুনদের অনেকে। নিচে মাগরিবের জামাতে এক ও দুই রাকাত ছুটে গেলে পরবর্তী নামাজ একাকি আদায়ের নিয়ম আলোচনা করা হলো।

দুই রাকাত ছুটে গেলে
ইমাম যখন সালাম ফেরাবে তখন আপনি সালাম না ফিরিয়ে আল্লাহু আকবর বলে উঠে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো ছানা, সুরা ফাতেহা ও অন্য সুরা পড়বেন। তারপর রুকু ও সেজদা করে বৈঠক করবেন। এটি প্রথম বৈঠক হিসেবে ধর্তব্য হবে। এ বৈঠকে তাশাহুদ পড়ার পর আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যাবেন। দাড়িয়ে সুরা ফাতেহার সঙ্গে একটি সুরা মেলাবেন। তারপর রুকু সেজদা করে শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবেন। এভাবে জামাতে ছুটে যাওয়া দুই রাকাত পূর্ণ করবেন। (দুররুল মুহতার: ২/৩৪৭)


বিজ্ঞাপন


এক রাকাত ছুটে গেলে
এক রাকাত ছুটে যাওয়ার অর্থ হলো আপনি ইমামের সঙ্গে দুই রাকাত পড়েছেন। ইমামের সঙ্গে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবেন। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাত আদায় করে নেবেন। (বাদায়েউস সানায়ে: ১/৩১৪) নিয়ম হলো- দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো ছানা, সুরা ফাতেহা ও অন্য সুরা পড়বেন। তারপর রুকু ও সেজদা করে শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের প্রত্যেক খুঁটিনাটি সুন্নাহ জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর