রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিটিংয়ের পর যে দোয়া পড়তে বলেছেন মহানবী (স.)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

মিটিংয়ের পর যে দোয়া পড়তে বলেছেন মহানবী (স.)

সামাজিক সমস্যার সমাধানে মানুষকে মজলিস, সভা বা বৈঠকে বসতে হয়। আবার দীনি আলোচনার জন্যও সভা-সেমিনারের প্রয়োজন হয়। সেখানে কিছু আদব-কায়দা ও শিষ্টাচার মেনে চলার নির্দেশনা দেওয়া আছে হাদিসে। একইভাবে বৈঠকশেষে দোয়া করারও উপকারের কথা জানিয়েছেন প্রিয়নবী (স.)। এতে আল্লাহ তাআলা বৈঠকে করা ভুল-ভ্রান্তি ও গুনাহ ক্ষমা করে দেন।

হাদিসে এমনই একটি দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলো— سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ‘সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।’ (তিরমিজি: ৩৪৩৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানসিক চাপে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, বৈঠক শেষে যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ বৈঠকে করা তার ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করবেন। (তিরমিজি: ৩৪৩৩) আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়া মুখস্থ করার এবং বৈঠকশেষে পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর