সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জর্দা-ধূমপানের পর নামাজ হবে কি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

জর্দা-ধূমপানের পর নামাজ হবে কি?

ধূমপানে তিনটি গুনাহ হয়। প্রথমত এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত এতে অপচয় হয়। ইসলামে ইচ্ছাকৃতভাবে নিজের জান-মালের ক্ষতি করা গুনাহ। আবার ধূমপায়ীর মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা ধূমপায়ীর তৃতীয় গুনাহ। তাই মুমিন ব্যক্তিকে ধূমপান থেকে বিরত থাকতে হবে। কেননা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘(তোমরা) নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা: ১৯৫)

আর দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ তাহরিমি। এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরুহ। হাদিস শরিফে ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্তু কাঁচা পেঁয়াজ-রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি আহার করবে, সে যেন মসজিদের কাছাকাছিও না আসে, কেননা; মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফেরেশতারাও অনুরূপ কষ্ট পেয়ে থাকেন।’ (মুসলিম: ১/৩৯৫)


বিজ্ঞাপন


হাদিসের ভাষ্যমতে, মানুষ ও ফেরেশতার কষ্ট হয় এমন কাজ করা যাবে না। সেই হিসেবে ধূমপান করেও নামাজে দাঁড়ানো মাকরুহ। তবে, এ কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না। কারণ ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা: ১০৩)

সুতরাং অতিদ্রুত ধূমপানের বদভ্যাস ত্যাগ করার জন্য চেষ্টা চালাতে হবে। আর মসজিদে প্রবেশের বা একাকি নামাজ পড়ার আগে ভালোভাবে মিসওয়াক করে বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। অজুর আগে মিসওয়াকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমল। আয়েশা (রা.) বলেন, ‘দিনে বা রাতে যখনই রাসুলুল্লাহ (স.) ঘুম হতে জাগ্রত হতেন অজুর আগে মিসওয়াক করে নিতেন।’ (মুসনাদে আহমদ: ২৪৯০০)। তাই নবীজির সুন্নতের অনুসরণে উম্মত হিসেবে আমাদেরও অজুর আগে মিসওয়াক করা উচিত।

তবে আলেমদের মতে, ধূমপানের দুর্গন্ধ নিয়েও যদি কেউ নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। কারণ সময়মতো নামাজ না পড়ার সুযোগ ইসলামে নেই।

পানের সঙ্গে জর্দা বা তামাক খাওয়াও ডাক্তারিতে শারীরিক ক্ষতির কারণ। তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত। আর কারও ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণ হলে তার জন্য তা খাওয়া নাজায়েজ। সুতরাং যারা পান-জর্দা খায় তাদের জন্যও নামাজ আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য। যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে।


বিজ্ঞাপন


উল্লেখ থাকে যে, মিসওয়াক ইসলামের দায়েমি একটি সুন্নত। এ সুন্নতটির প্রতি যত্নবান হয়ে দাঁত এবং মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি মুমিনের কর্তব্য। (আলফাতাওয়াশ শারইয়্যাহ: ১০/১৪৫; রদ্দুল মুহতার: ১/৬৬১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় পবিত্র থাকার, মানুষ ও ফেরেশতার কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার এবং সময়মতো নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর