রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শারীরিকভাবে সুস্থ থাকার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

শারীরিকভাবে সুস্থ থাকার দোয়া

সুস্থতা বড় নেয়ামত। প্রবাদ আছে, ‘সুস্থতাই সকল সুখের মূল’। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘একজন ভগ্ন স্বাস্থ্যবান মুমিন থেকে স্বাস্থ্যবান মুমিন আল্লাহর নিকট শ্রেষ্ঠ ও প্রিয়।’ (মুসলিম: ২৬৬৪)। ইবনে আব্বাস (রা.) বর্ণিত হাদিসে এসেছে, ‘এমন দুটি নেয়ামত আছে, যে বিষয়ে মানুষ ধোঁকার মধ্যে থাকে। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।’ (বুখারি: ৬৪১২)

হাদিসে বর্ণিত দুইটি নেয়ামতের কদর বুঝা যায় হারিয়ে গেলে। এর আগে মানুষ এর কদর বুঝতে চায় না। ইবাদতে মনোনিবেশের জন্য দেহ ও মনের সুস্থতার প্রয়োজন অনস্বীকার্য। যে কারণে ইসলামে সুস্থ থাকার উৎসাহ সৃষ্টি করা হয়েছে। নবী করিম (স.) বলেন, ‘মানুষকে সুস্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আর কিছু প্রদান করা হয়নি।’ (নাসায়ি: ১০৭২ )


বিজ্ঞাপন


সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দেয় ইসলাম। হাদিসে শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলো-  اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‘আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।’ আবু দাউদ:  ৫০৯০)

আব্দুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ:  ৫০৯০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুন। উল্লেখিত দোয়ার ওপর নিয়মিত আমল করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর