বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

আকস্মিক মৃত্যু কেয়ামতের আলামত, বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

আকস্মিক মৃত্যু কেয়ামতের আলামত, বাঁচার দোয়া

মৃত্যু অনিবার্য সত্য। এই সত্য মোকাবিলা করার নয়। তবে আকস্মিক মৃত্যু দুর্ভাগ্যজনক। কেননা এতে তওবা করার সুযোগ পাওয়া যায় না। তাই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দেয় ইসলাম। তাছাড়া বর্তমানে হঠাৎ মৃত্যু স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি কেয়ামতের আলামতসমূহেরও একটি। নবী (স.) ইরশাদ করেছেন, ‘কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৭/৩২৫)

আলকামা (রহ.) বর্ণিত হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয় মুমিনের আত্মা (মৃত্যুর সময়) ঘামের সঙ্গে বের হয়, আমি গাধার মতো মৃত্যু পছন্দ করি না।’ তাঁকে প্রশ্ন করা হলো- গাধার মত মৃত্যু কী? তিনি বললেন, হঠাৎ মৃত্যু।’ (তিরমিজি: ৯৮০)


বিজ্ঞাপন


উম্মতকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন প্রিয়নবী (স.)। তিনি নিজেও দোয়া করতেন। দোয়াটি হলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারকি ওয়াল হারামি ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শাইতানু ইংদাল মাওতি ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরাওঁ ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে। আমি আপনার নিকট আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে, আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে। (আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১/৫৩১)

আবুল ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) এই দোয়া করতেন (আবু দাউদ: ১৫৫২)। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে উত্তম মৃত্যু দান করুন। ঈমান ও আমলের সঙ্গে মৃত্যু নসিব করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর