বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিথ্যা শপথের পরিণাম জাহান্নাম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

মিথ্যা শপথের পরিণাম জাহান্নাম

আল্লাহর নাম উচ্চারণ করে মিথ্যা কসম করা এক দুঃসাহসিক আচরণ। অর্থাৎ এর মাধ্যমে মূলত আল্লাহকে সামনে রেখে মিথ্যা বলা হলো!

রাসুলুল্লাহ (স.) বলেছেন- যে ব্যক্তি শপথ করার মাধ্যমে কোনো মুসলমানের সম্পদ কুক্ষিগত করে, সে নিজের জন্য জাহান্নাম অবধারিত ও জান্নাত হারাম করে ফেলে। এক ব্যক্তি বলল- হে আল্লাহর রাসুল! যদি তা নগণ্য জিনিস হয় তবুও? তিনি বললেন, যদি একটা গাছের ডালও হয় তবুও।’ (মুসলিম: ৩৭০)


বিজ্ঞাপন


ইসলামে মিথ্যা শপথ করা বা কসম করে মানুষকে ধোঁকা দেওয়া কবিরা গুনাহ বা বড় পাপের অন্তর্ভুক্ত। হজরত আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেন, ‘কবিরা গুনাহগুলো হচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করা, মাতা-পিতার অবাধ্য হওয়া, অবৈধভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা।’ (বুখারি: ৬৬৭৫)

“যে ব্যক্তি কোনো মুসলিমের ধন-সস্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা কসম খাবে, সে আল্লাহর সঙ্গে এমতাবস্থায় সাক্ষাৎ করবে যে, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন। তখন রাবি আশআস (রা.) বলেন, আল্লাহর শপথ! এ হাদিস তো তিনি (স.) আমার সম্পর্কে ইরশাদ করেছেন। কেননা, আমার এবং এক ইহুদির যৌথ মালিকানায় একটি জমি ছিল, যা সে আমাকে দিতে ধোঁকাবাজি করে। তখন আমি তাকে নিয়ে নবী (স.)-এর কাছে হাজির হই। নবী (স.) আমাকে জিজ্ঞেস করেন, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কি? আমি বলি- না। তখন তিনি ইহুদিকে বলেন, তুমি কসম খাও। আমি বলি- ইয়া রাসুলুল্লাহ! সে তো কসম খেয়ে আমার অংশ নিয়ে নেবে। তখন আল্লাহ এ আয়াত নাজিল করেন—

إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً
অর্থাৎ ‘যারা আল্লাহর নামে মিথ্যা শপথ করে সামান্য সম্পদ খরিদ করে, তারা আখিরাতে কিছুই পাবে না’। আল্লাহ আখিরাতে তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না বরং তারা কঠিন আজাবে গ্রেফতার হবে” (আবু দাউদ: ৩২২৮)। হাদিসটি সহিহ বুখারি ও সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে।

আবু জার গিফারি (রা.) থেকে বর্ণিত নবী (স.) বলেন, ‘তিন ব্যক্তি এমন যে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, এমনকি তাদের গুনাহ থেকে পবিত্রও করবেন না। উপরন্তু তাদের জন্য আছে কঠিন শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (স.) কথাগুলো তিনবার বলেছেন। আবু জার (রা.) বলেন, তারা সত্যিই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। তবে তারা কারা হে আল্লাহর রাসুল! রাসুল (স.) উত্তরে বলেন— ‘টাখনু বা পায়ের গিঁটের নিচে কাপড় পরিধানকারী, কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দানকারী এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা।’ (মুসলিম: ১০৬)


বিজ্ঞাপন


মানুষকে ঠকানোর জন্য যে শপথ করা হয়, তার পরিনাম ভয়াবহ। এমনকি হাদিস অনুযায়ী, ওসব মানুষের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় এবং জান্নাত হারাম করে দেওয়া হয়। সে হিসেবে সরকারি-বেসরকারি বড় পদ পেয়ে যারা শপথপাঠ করেন, তাদেরকে সবসময় সাবধান থাকা খুব জরুরি, যাতে শপথের বিপরীত কিছু না হয়ে যায়। পাঠকৃত শপথ যদি মিথ্যায় পরিণত হয় বা শপথের উল্টোটা ঘটে, তবে তাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে।

হজরত আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন, ‘কেউ (মিথ্যা) শপথের মাধ্যমে কোনো মুসলিমের অধিকার হরণ করলে আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন। এবং তার জন্য জান্নাত হারাম করে দেন।’ (মুসলিম: ১৩৭)

তাই মুমিন মুসলমানের উচিত মিথ্যা শপথ করা থেকে বেঁচে থাকা। অতীতে এমন ভুল হয়ে থাকলে শরিয়তের নির্দেশনা মোতাবেক কাফফারা দেওয়া এবং আল্লাহর কাছে তাওবা ইসতেগফার করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মিথ্যা শপথের মতো ঘৃণ্য পাপ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর