বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুনিয়া ও আখেরাতের কল্যাণে সর্বোত্তম দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

দুনিয়া ও আখেরাতের কল্যাণে সর্বোত্তম দোয়া

আল্লাহ তাআলার দয়া অফুরান। তিনি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করেন। মানুষকে তাঁর কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

মুমিনের দায়িত্ব হলো—আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বিভিন্ন সময়ে নানা প্রেক্ষাপটে পড়ার জন্য ভিন্ন ভিন্ন দোয়ার উল্লেখ আছে হাদিসে। একজন ‍মুসলিম দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে চান। তাই উভয় জাহানের কল্যাণের দোয়া শিখিয়েছেন প্রিয়নবী (স.)। হাদিসে সেই দোয়াকে সবচেয়ে উত্তম দোয়া হিসেবে অভিহিত করা হয়েছে। দোয়াটি হলো— اللَّهمَّ إنِّي أسألُك المعافاةَ في الدُّنيا والآخرةِ ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।’ অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করি।


বিজ্ঞাপন


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে ‘হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করি’—এ দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ: ৩৮৫১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখেরাতের কল্যাণে হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর