ইমাম আসতে বিলম্ব হওয়ায় কাতারের এক মসজিদে তাৎক্ষণিক জুমার খুতবা ও সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ান পেট্রোল পাম্পের এক কর্মচারী। নাম আবদুর রহমান আবদুর রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই খুতবা সম্প্রতি ভাইরাল হয়েছে এবং বিশুদ্ধ আরবি ভাষায় খুতবার জন্য উপস্থিত মুসল্লিরা মুগ্ধ হন। পাম্পে কাজ করা উগান্ডার ওই কর্মচারীকে এ কারণে বিশেষ সম্মাননা দিয়েছে দেশটির শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আজয়াল এডুকেশন।
কাতার সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির সূত্রে জানা যায়, জুমার নামাজে ইমামকে না দেখে তাৎক্ষণিক খুতবা দেন কর্মচারীর ইউনিফর্ম পরা আবদুর রহমান।
বিজ্ঞাপন
তার বিশুদ্ধ আরবিতে খুতবা প্রদান ও সুন্দর তেলাওয়াতে নামাজ পড়ানোয় মুগ্ধ হন সবাই। এ সময় তাকে কোনো ধরনের দ্বিধাগ্রস্ত বা উৎকণ্ঠিত বলে মনে হয়নি বলে তার প্রশংসা করেন উপস্থিত মুসল্লিরা।
কাতারের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আজয়াল এডুকেশন সেন্টার জুমার নামাজে তাৎক্ষণিক ভূমিকা পালন করায় আবদুর রশিদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করে। এ সময় তাকে ফুল ও করতালি দিয়ে অভিনন্দন জানায় সেখানকার শিশু শিক্ষার্থীরা। মানুষকে বাহ্যিক বেশভূষা দিয়ে নয়, বরং তার মানবিক আচরণ ও সুন্দর ব্যবহার দিয়ে যাচাই করার মনোভাব ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।
لأن برنامج "واثق" في موسمه هذا يهدف إلى معالجة ظاهرة التنمر، وإبراز قيمة جوهرية الإنسان، وأنه بما يحسن لا بمظهره.
— مركز أجيال التربوي
وفي إطار تعزيز السلوك القويم والقيم الإسلامية السمحة، قامت المشاركات بالبرنامج بتكريم عامل محطة الوقود الأوغندي، يتبع
বিজ্ঞাপন
টুইট বার্তায় সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ইসলামমি শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ প্রসারের লক্ষ্যে পাম্পে কর্মরত উগান্ডার কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে তাকে কাতারের একটি মসজিদে বিশুদ্ধ আরবিতে জুমার খুতবা দিতে দেখা গেছে, যা সবার ব্যাপক প্রশংসা কুড়ায়।
সূত্র: আলজাজিরা মুবাশির

