দুধ মহান আল্লাহর অপার নেয়ামত। দুধকে বলা হয়ে থাকে পৃথিবীর অমৃত। রোগ প্রতিরোধের শক্তি বাড়িয়ে শরীরকে রোগমুক্ত রাখে এই পানীয়। প্রিয়নবী (স.) উম্মতকে দুধ পান করার সময় দোয়া পড়তে বলেছেন।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, যখন তোমাদের কেউ দুধ পান করে, এই দোয়া পাঠ করবে। দোয়াটি হলো—اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ ‘আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু।’ অর্থ: হে আল্লাহ! এই খাবারে আমাদের বরকত দিন এবং তা বাড়িয়ে দিন। (আবু দাউদ: ৩৭৩২)
বিজ্ঞাপন
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির (স.) শেখানো দুধ পান করার দোয়াটি নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।

