শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যথা দূর করতে ৭ বার যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

ব্যথা দূর করতে ৭ বার যে দোয়া পড়বেন

আল্লাহ তাআলার দয়া অফুরান। তিনি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করেন। মানুষকে তাঁর কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

মুমিনের দায়িত্ব হলো—আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি দোয়া ব্যথা দূর করার জন্য খুব কার্যকর। হাদিসের বর্ণনা অনুযায়ী, দোয়াটি ব্যথার স্থলে ডান হাত রেখে সাত বার পড়লে ব্যথা দূর হয়ে যায়। দোয়াটি হলো— أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ ‘আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।’ অর্থ: আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার ওসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। (ইবনে মাজাহ: ৩৫২২)


বিজ্ঞাপন


উসমান বিন আবুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (স.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে প্রায় অকেজো করেছিল। রাসুল (স.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার বলো— ‘আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।’ (ইবনে মাজাহ: ৩৫২২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ব্যথা বেদনার সময় যথাযথ নিয়মে উল্লিখিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর