ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান। রহমত ও মাগফেরাতের মাস রমজানের প্রস্তুতির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (স.) শাবান মাসে বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। বিশেষ করে চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ, যাকে ‘আইয়ামে বিজ’ বলা হয়, এই দিনগুলোতে রোজা রাখা নবীজির (স.) নিয়মিত আমল ছিল।
শাবান মাসের আইয়ামে বিজের তারিখ
চলতি বছর (২০২৬ খ্রিস্টাব্দ) শাবান মাসের আইয়ামে বিজের রোজা রাখার তারিখগুলো হলো ইংরেজি ক্যালেন্ডারের ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)। যারা সুন্নাহ অনুসরণে এই তিনটি রোজা রাখতে চান, তারা এই দিনগুলোতে সিয়াম পালন করতে পারেন।
আরও পড়ুন: রমজানের প্রস্তুতি: শাবান মাসে যে ৫ আমল মিস করা অনুচিত
কেন এই রোজা রাখবেন?
হাদিস অনুযায়ী, শাবান মাস হলো এমন এক সময় যখন আল্লাহর দরবারে বান্দার সারা বছরের আমলনামা পেশ করা হয়। নবীজি (স.) ইরশাদ করেছেন, ‘আমি পছন্দ করি যে, রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক।’ (সুনানে নাসায়ি: ২৩৫৭)। এছাড়া এই রোজাগুলো রমজানের দীর্ঘ এক মাস রোজা রাখার জন্য শরীর ও মনকে তৈরি করতে সাহায্য করে।
বিজ্ঞাপন
তাই বরকতময় এই মাসে নবীজির সুন্নাহ জিন্দা করতে এবং রমজানের প্রস্তুতি নিতে এই তিনটি রোজা রাখার গুরুত্ব অপরিসীম।

