সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিক ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হলো। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দেশটিতে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম টাইম আউট এ তথ্য জানিয়েছে। দেশটির কাউন্সিল ফর ফতোয়া নিশ্চিত করেছে যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার রজব মাস শেষ হচ্ছে।
বিজ্ঞাপন
রমজান কবে শুরু হতে পারে
শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমজান কবে শুরু হবে- সে বিষয়ে সম্ভাব্য তারিখের ধারণা পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট (IACAD) জানিয়েছে, চান্দ্রমাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। যদি শাবান মাস ২৯ দিনের হয়, তবে দেশটিতে পবিত্র রমজান শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। আর যদি শাবান মাস ৩০ দিনের পূর্ণ হয়, তবে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
আরও পড়ুন: বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি
রমজান মাসের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চাঁদ দেখা হবে। ওই দিনই সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে। ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান মাস থেকে মুসলিম বিশ্ব আর মাত্র এক মাস দূরে আছে।
বিজ্ঞাপন
বাংলাদেশে চাঁদ দেখা ও শবে বরাত
এদিকে, আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।

