হিজরি ১৪৪৭ সনের পবিত্র শবেবরাত কবে পালিত হবে, তা জানা যাবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
চাঁদ দেখার সংবাদ জানানোর অনুরোধ
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তথ্য জানানোর টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
আরও পড়ুন: ২০২৬ সালের রমজান কত তারিখ
বিজ্ঞাপন
শবেবরাত ও সম্ভাব্য তারিখ
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ‘লাইলাতুল বরাত’ বা শবেবরাত পালিত হয়। মুসলিম উম্মাহর কাছে এটি একটি মহিমান্বিত রাত। এই মাস শেষেই রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হয় পবিত্র মাহে রমজান।
আগামীকাল সোমবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
আর যদি সোমবার চাঁদ দেখা না যায়, তবে মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সেক্ষেত্রে পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।

