পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণের জন্যই মৃত্যু এক অবধারিত সত্য। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই।’ (সুরা নিসা: ৭৮)
কোনো মুসলমানের মৃত্যুর পর জীবিতদের উপর মৃতের গোসল, কাফন ও জানাজা-দাফনের মতো কিছু দায়িত্ব বর্তায়, যা দ্রুত সম্পাদন করা আবশ্যক। রাসুলুল্লাহ (স.) হজরত আলী (রা.)-কে তিনটি জিনিস বিলম্ব না করতে বলেছেন, যার অন্যতম হলো মৃত ব্যক্তির জানাজা ও দাফন। (তিরমিজি)
বিজ্ঞাপন
চোখ বন্ধ করার সময় পঠিতব্য দোয়া
মৃত্যুর পর প্রাথমিক করণীয়গুলোর মধ্যে একটি হলো মৃতের চোখ দুটি আলতো করে বন্ধ করে দেওয়া। এসময় হাদিসে বর্ণিত দোয়া পড়া সুন্নত।
উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) আবু সালামা (রা.)-এর মৃত্যুর পর তার চোখ বন্ধ করার সময় এই দোয়াটি পড়েন- اللَّهمَّ اغْفِرْ لِفُلانٍ (باسْمِهِ)، وارْفَعْ دَرَجَتهُ فِي الـمَهْدِيِّيْنَ، واخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الغَابِريْنَ، واغْفِرْ لَـنَا ولَهُ يَا رَبَّ العَالَـمِيْنَ، وافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি-ফুলান (এখানে মৃত ব্যক্তির নাম), ওয়ারফা’ দারজাতাহু ফিল-মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল-গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, ওয়াফসাহ লাহু ফি কাবরিহি ওয়া নাউয়ির লাহু ফিহি। অর্থ: হে আল্লাহ, আপনি অমুককে (মৃত ব্যক্তির নাম) ক্ষমা করুন, যারা হেদায়েত লাভ করেছে, তাদের মাঝে তার মর্যাদা উঁচু করে দিন, যারা রয়ে গেছে তাদের বংশধরদের ক্ষেত্রে আপনি তার প্রতিনিধি হোন। হে সৃষ্টিকুলের রব! আমাদের ও তার গুনাহ মাফ করে দিন। তার জন্য তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার জন্য তা আলোকময় করে দিন। (সহিহ মুসলিম: ৯২০)
বিজ্ঞাপন
পঠিতব্য আরেকটি দোয়া
উপরের দোয়াটি ছাড়াও তিরমিজিতে বর্ণিত নিম্নোক্ত দোয়াটিও পড়ার কথা এসেছে- باسم الله، وعلى ملة رسول الله صلى الله عليه وسلم، اللهم يسر عليه أمره، وسهل عليه ما بعده، وأسعده بلقائك، واجعل ما خرج إليه خيرًا مما خرج منه উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু, ওয়া সাহহিল আলাইহি মা-বা’দাহু, ওয়া আস্-য়িদহু বি-লিকাইকা, ওয়াজআল মা খারাজা ইলাইহি খাইরাম মিম্মা খারাজা মিনহু। অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি এবং রাসুলুল্লাহ (স.)-এর দ্বিনের ওপর। হে আল্লাহ! তার (মৃত্যু ও পরের) বিষয়গুলো সহজ করে দিন। আপনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাকে সৌভাগ্যবান করুন এবং সে যা ছেড়ে গেছে, তার চেয়ে উত্তম স্থানে তাকে পৌঁছে দিন। (তিরমিজি)
মৃত্যু মুহূর্তের এই দোয়াগুলো আনুষ্ঠানিকতা নয়; বরং মৃতের জন্য প্রথম রহমত কামনার ভাষা। তাই প্রিয়জনের বিদায়ের সময় সুন্নাহসম্মত এই দোয়াগুলো জানা ও আমল করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

