বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের প্রত্যাবর্তনে আজহারীর শুভেচ্ছা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের প্রত্যাবর্তনে আজহারীর শুভেচ্ছা

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

নিজের ফেসবুক পেজে আজহারী লেখেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান স্বপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন।’


বিজ্ঞাপন


এ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন তারেক রহমান। সেখানে তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর