সর্বাধিক সওয়াব অর্জন ও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি মুমিন হৃদয়ে জাগ্রত। রাসুলুল্লাহ (স.) আমাদের জন্য রেখে গেছেন সহজ অথচ অপরিসীম সওয়াবের আমলসমূহ, যা আমাদের আধ্যাত্মিক জীবনকে আলোকিত করে। নিচে তিনটি বিশেষ জিকির সম্পর্কে আলোচনা করা হলো, যেগুলো নিয়মিত আমল করলে সৃষ্টিকূলের মধ্যে সর্বাধিক সওয়াব লাভের সুসংবাদ দিয়েছেন স্বয়ং প্রিয়নবীজি।
১. প্রথম জিকির: তাওহিদের বাণী
আরবি: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’
অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; তিনি একক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।’
ফজিলত: রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এ দোয়া পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে। তার জন্য ১০০ পুণ্য লেখা হবে এবং ১০০ গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে।’ (সহিহ বুখারি: ৩২৯৩)
বিজ্ঞাপন
আরও পড়ুন: যেসব আমলে জীবন হবে প্রাচুর্যময়
২. দ্বিতীয় জিকির: মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা
আরবি: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ
উচ্চারণ: ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি।’
অর্থ: ‘মহান আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।’
ফজিলত: নবী কারিম (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকালে জেগে উঠে একশো বার বলবে- ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলে, তাহলে সৃষ্টিকুলের কেউই তার মতো মর্যাদা ও সওয়াব অর্জনে সক্ষম হবে না।’ (সুনান আবু দাউদ: ৫০৯১)
আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া
৩. তৃতীয় জিকির: সংক্ষিপ্ত অথচ সর্বোচ্চ সওয়াবের আমল
আরবি: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।’
অর্থ: ‘আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি।’
ফজিলত: প্রিয়নবী (স.) বলেছেন, ‘কেউ সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না।’ (সহিহ মুসলিম: ৬৫৯৯)
এই তিনটি জিকির প্রতিদিন নিয়মিত আমল করলে আমরা যেমন মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারব, তেমনি রাসুল (স.)-এর সুন্নতের ওপর চলারও সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ আমলগুলো নিয়মিত পালন করার তাওফিক দান করুন, আমাদের জীবনকে তাঁর জিকিরে সমৃদ্ধ করুন। আমিন।

