রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইস্তেখারার ছোট্ট ৩ দোয়া: সহজ পদ্ধতিতে আল্লাহর সাহায্য প্রার্থনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

ইস্তেখারার ছোট্ট ৩ দোয়া: সহজ পদ্ধতিতে আল্লাহর সাহায্য প্রার্থনা

ইস্তেখারা হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ ও সঠিক পথ চাওয়ার একটি সুন্নত আমল। রাসুলুল্লাহ (স.) সাহাবিদের গুরুত্বপূর্ণ সব বিষয়ে ইস্তেখারা করতে শিখাতেন, যেমনভাবে কোরআনের সুরা শেখাতেন।

ইস্তেখারা নামাজের সহজ পদ্ধতি

১. পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ুন
২. নামাজের পর নিম্নোক্ত দোয়া পড়ুন

ইস্তেখারার পূর্ণ দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ (أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ)ـ فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ(أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ)ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ (হাদিস: বুখারি ৬৮৪১, তিরমিজি ৬৪৮) ইস্তেখারার পূর্ণ দোয়াটি উচ্চারণ ও অর্থসহ জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: সালাতুল হাজতের নিয়ম-কানুন

সংক্ষিপ্ত ৩ দোয়া

অনেক সময় পূর্ণ দোয়া মনে রাখা কঠিন হয় অথবা সময় স্বল্পতা থাকে। তখন নিম্নোক্ত ছোট দোয়াগুলো পড়া যায়।

১. اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي উচ্চারণ: ‘আল্লাহুম্মা খির লি ওয়াখতার লি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমার জন্য কল্যাণকরটি নির্বাচন করুন।’ (তিরমিজি ৩৫১৬; মুসনাদে বাজজার; ৫৯)

২. اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي উচ্চারণ: ‘আল্লাহুম্মাহদিনি ওয়া সাদ্দিদনি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে সঠিক পথ দেখান এবং সোজা পথে পরিচালিত করুন।’ (মুসলিম ২৭২৫)

৩. اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي উচ্চারণ: ‘আল্লাহুম্মা আলহিমনি রুশদি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে সঠিক পথের দিশা দিন।’ (তিরমিজি: ৩৪৮৩)

আরও পড়ুন: সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

জরুরি নির্দেশনা

দোয়াগুলো আরবিতে পড়তে না পারলে নিজ ভাষায় প্রার্থনা করুন

  • মুখে উচ্চারণ সম্ভব না হলে মনে মনে পড়ুন
  • ইস্তেখারার পর মন যেদিকে ঝুঁকছে সেটাই অনুসরণ করুন
  • স্বপ্ন দেখা জরুরি নয়, মনে স্পষ্টতা আসাই মূল লক্ষ্য

ইস্তেখারা মুমিনের জীবনের একটি বিশেষ নিয়ামত। ছোট-বড় যেকোনো সিদ্ধান্তে আল্লাহর সাহায্য চাওয়ার এটা একটি উত্তম মাধ্যম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর