রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জায়নামাজের দোয়া: একটি প্রচলিত ভুল ধারণা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

জায়নামাজের দোয়া: একটি প্রচলিত ভুল ধারণা

আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত যে, নামাজে দাঁড়ানোর পর তাকবিরে তাহরিমা বলার আগে একটি বিশেষ দোয়া পড়া সুন্নত বা নফল আমল। অনেক মক্তবেও শিশুদের এই দোয়াটি শেখানো হয়- إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفًا مسلمًا وما أنا من المشركين ‘আমি আমার মুখ সেই সত্তার দিকে ফিরালাম, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, একনিষ্ঠ মুসলমান হিসেবে; আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’

বাস্তবে জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়ার নির্দেশ কোনো সহিহ হাদিসে নেই। নির্ভরযোগ্য কোনো ফিকহ বা ফতোয়ার কিতাবেও নেই যে, তাকবিরে তাহরিমার আগে এই দোয়া পড়তে হবে। বরং হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ হিদায়াতে স্পষ্টভাবে বলা হয়েছে- ‘তাকবিরে তাহরিমার আগে কোনো দোয়া পড়া উচিত নয়।’


বিজ্ঞাপন


তাহলে সঠিক আমল কী?

নামাজে দাঁড়িয়ে প্রথমে তাকবিরে তাহরিমা বলা, এরপর ‘ছানা’ পাঠ করাই রাসূলুল্লাহ (স.)-এর সুন্নাহ। হাদিসে হাদিসে একাধিক ছানা বর্ণিত হয়েছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ ও সহিহ বর্ণিত ছানাটি হলো- سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ ‘হে আল্লাহ! তুমি পূত পবিত্র। তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনার সাথে সাথে আমরা আরও বলছি, তুমি খুবই বারাকাতপূর্ণ। তোমার শান অনেক ঊর্ধ্বে। তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই।’ (মেশকাত: ৮১৫)

আরও পড়ুন: নামাজে ছানা পড়তে ভুলে গেলে সাহু সেজদা দিতে হয়?

তবে, রাসুলুল্লাহ (স.) কখনো কখনো তাহাজ্জুদের নামাজে ছানা হিসেবে এই দোয়াটি পড়তেন- وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفًا مسلمًا وما أنا من المشركين (সহিহ মুসলিম, নাসায়ি: ৯০০)


বিজ্ঞাপন


অতএব, এটি তাকবিরে তাহরিমার আগে নয়, বরং পরে। তা-ও মাঝেমধ্যে বিশেষত তাহাজ্জুদ নামাজে পড়া হতো। মুমিনের উচিত ইসলামের সহিহ শিক্ষা ও প্রমাণিত সুন্নাহকে আঁকড়ে ধরা এবং ভিত্তিহীন প্রচলন থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজ আদায়ের তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর