আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যার অন্তরে সর্ষেদানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন, ‘মানুষ তো চায় তার পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক; এটাও কি অহংকার?’ রাসুলুল্লাহ (স.) উত্তর দিলেন, ‘আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার আসলে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হীনজ্ঞান করা।’ (সহিহ মুসলিম: ৯১)
পোশাকে আল্লাহর নেয়ামতের প্রকাশ
আবুল আহওয়াস (রহ) এর পিতা বলেন, একদা আমি কম মূল্যের পোশাক পরে নবী (স.)-এর নিকট এলে তিনি বললেন, তোমার ধন-সম্পদ আছে কি? আমি বললাম, হ্যাঁ, তিনি প্রশ্ন করলেন, কোন ধরণের সম্পদ? বললাম, আল্লাহ আমাকে উট, ছাগল, ঘোড়া ও দাস ইত্যাদি সম্পদ দিয়েছেন। তিনি (স.) বলেন, যেহেতু আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, কাজেই আল্লাহ নেয়ামত ও অনুগ্রহের নিদর্শন তোমার মাঝে প্রকাশিত হওয়া উচিত।’ (আবু দাউদ: ৪০৬৩)
এই হাদিসে বোঝা যায়- আল্লাহর অনুগ্রহের বহিঃপ্রকাশ রুচিশীলতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে প্রকাশ করা ইবাদতের অংশ।

আরও পড়ুন: কৃতজ্ঞতা: ঈমানের সৌন্দর্য ও নেয়ামত বৃদ্ধির চাবিকাঠি
বিজ্ঞাপন
সৌন্দর্যবোধ আল্লাহপ্রদত্ত গুণ
এক ব্যক্তি রাসুলুল্লাহ (স.)-কে বললেন- ‘হে আল্লাহর রাসুল! আমি পছন্দ করি আমার পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এমনকি লাঠিটিও সুন্দর হোক।’ রাসুলুল্লাহ (স.) বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। এসব হচ্ছে আল্লাহর নেয়ামতের প্রকাশ।’ (মুস্তাদরাক আলাস-সাহিহাইন: ৭৪৭৬)
কোরআনের দিকনির্দেশনা
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা আরাফ: ৩১)
এই আয়াতের তাফসিরে আলেমগণ বলেছেন, নামাজের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা আল্লাহর নির্দেশ। এটি তাঁর নেয়ামতের প্রতি শুকরিয়া ও সম্মানের প্রকাশ।

আরও পড়ুন: নবীজির প্রিয় খাবার, পোশাক ও শখ কী ছিল?
ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
ইসলামের দৃষ্টিতে সুন্দর পোশাক বলতে দামি পোশাক নয়; বরং পরিষ্কার-পরিচ্ছন্ন, মার্জিত ও রুচিসম্মত পোশাককে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ছেঁড়া বা অপরিচ্ছন্ন পোশাক পরা ইসলাম সমর্থন করে না, কারণ এটি আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা। প্রকৃত পরহেজগারি হলো অন্তরের আল্লাহভীতি ও বিনয়।
মোটকথা, অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে হীন চোখে দেখা; সুন্দর পোশাক পরা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর দানকৃত নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে সুন্দর, পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরার তাওফিক দান করুন। তিনি আমাদেরকে অহংকার ও অপচয় থেকে বেঁচে থাকার সামর্থ্য দিন। আমিন।

