রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের ঢাকা সফর স্থগিত করেছে বাংলাদেশ সরকার। আগামী ২৮ ও ২৯ নভেম্বর তাঁর দুই দিনের বাংলাদেশ সফরের পরিকল্পনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সফর অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


সভায় উল্লেখ করা হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নয়; নির্বাচন-পরবর্তী সময়ে জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আরও পড়ুন: জাকির নায়েক ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

সূত্রে জানা গেছে, জাকির নায়েকের বাংলাদেশ আগমনে বিপুল সংখ্যক মানুষের সমাগমের আশঙ্কা রয়েছে, যা মোকাবেলায় প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এই নির্বাচনী সময়ে কঠিন বলে বিবেচিত হয়েছে।

কোর কমিটির এ সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর