শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

কল্যাণ লাভের সর্বোত্তম দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

কল্যাণ লাভের সর্বোত্তম দোয়া

মানবজীবনের লক্ষ্য শুধু দুনিয়া নয়, বরং দুনিয়া ও আখেরাতের সম্মিলিত সফলতা। একজন মুমিনের কামনা থাকে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির। এই দ্বৈত কল্যাণ লাভের জন্য রাসুলুল্লাহ (স.) একটি দোয়া শিখিয়েছেন, যা সর্বোত্তম দোয়া হিসেবে বিবেচিত।

দুনিয়া ও আখেরাতের কল্যাণে সর্বোত্তম দোয়া

রাসুলুল্লাহ (স.) তাঁর উম্মতকে এমন দোয়া শিখিয়েছেন, যা দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণের উৎস। সেই দোয়াটি হলো-
আরবি: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা ও কল্যাণ কামনা করি।

আরও পড়ুন: ১০টি গুরুত্বপূর্ণ দোয়া

এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট প্রার্থনা করে যেন তিনি তাকে সকল বিপদ, কষ্ট, অসুস্থতা, পাপ ও শাস্তি থেকে রক্ষা করেন দুনিয়াতে এবং পরকালেও।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মানুষ যত দোয়া করে, তন্মধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই।’ (ইবনে মাজাহ: ৩৮৫১)


বিজ্ঞাপন


কারণ, এতে বান্দার সমস্ত প্রয়োজন ও মঙ্গল একত্রিত রয়েছে।

বস্তুত, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর আখেরাত হলো তার ফলাফলের স্থান। একজন জ্ঞানী মুমিন জানে- দুনিয়া ও আখেরাত আলাদা নয়; বরং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সে সর্বদা আল্লাহর কাছে উভয় জগতের কল্যাণ কামনা করে। রাসুলুল্লাহ (স.)-এর শেখানো এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ দোয়া আমাদের প্রতিদিনের আমলে থাকা উচিত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি হৃদয় থেকে পড়ার তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর