রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজার মানুষের স্বস্তি স্থায়ী হোক: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

গাজার মানুষের স্বস্তি স্থায়ী হোক: শায়খ আহমাদুল্লাহ

গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য সাময়িক যুদ্ধবিরতি বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের হৃদয়ে একটুখানি স্বস্তি এনে দিয়েছে। এই স্বস্তি যেন স্থায়ী হয়—মহান আল্লাহর কাছে এমন দোয়া করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন- ‘গাজার সব হারানো মানুষগুলোর একটু স্বস্তির নিশ্বাস বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের ক্ষতবিক্ষত অন্তরকে ক্ষণিকের জন্য হলেও প্রশান্ত করেছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই স্বস্তি যেন স্থায়ী হয়।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রকৃত যোদ্ধা গড়ে ওঠে প্রতিকূলতায়: তরুণদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ

তিনি আরও লেখেন, ‘গাজার মানুষের পাশে দাঁড়াতে আকুল বাংলাদেশের প্রতিটি মানুষ। যুদ্ধবিরতির এই অনুকূল সময়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি- যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এদেশের মানুষের অংশগ্রহণের পথ সুগমের উদ্যোগ নিন।’

উল্লেখ্য, দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা বিশ্বব্যাপী মানবতাবাদী ও শান্তিকামী মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর