রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজে অভ্যাস থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

বাজে অভ্যাস থেকে বাঁচার দোয়া

জান্নাত হারানোর অন্যতম কারণ মন্দ স্বভাব। তাই আখলাকে হাসানা বা উত্তম চরিত্র অর্জনে উৎসাহিত করেছে ইসলাম। একইসঙ্গে মন্দ স্বভাবের কঠিন পরিণতির কথা উল্লেখ করে উম্মতকে সাবধান করেছেন বিশ্বনবী (স.)। ইরশাদ হয়েছে— ‘দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে যাবে না।’ (আবু দাউদ: ৪৮০১)

অতএব, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকার বিকল্প নেই। এজন্য নেককার মানুষের সঙ্গ ও উম্মাহর পূর্বসূরীদের জীবনী পাঠ করা জরুরি। এক্ষেত্রে কোরআনের তাফসির ও সীরাতে রাসুল পাঠ খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন খারাপ অভ্যাস থেকে তিনি রক্ষা করেন। এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (স.) এই দোয়া করতেন। দোয়াটি হলো—


বিজ্ঞাপন


 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জু-ই, ফাইন্নাহু বীসাদ্দজীউ, ওয়া আউজুবিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বি-সাতিল বিত্বানাহ।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই। কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী। আমি আপনার কাছে আশ্রয় চাই খেয়ানত করা থেকে। কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু। (আবু দাউদ: ১৫৪৭; ইবনে মাজাহ: ৩৩৫৪; ইবনে হিব্বান: ০৩/৩০৪; নাসায়ি: ০৩/১১১২)

অন্য হাদিসে হজরত আবু আহমাদ শাকাল ইবনু হুমাইদ (রা.) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বললাম- আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলো—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি ক্বালবি ওয়া মিন শাররি মানিয়্যি।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কোনো মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই।’(আবু দাউদ : ১৫৫১; তিরমিজি : ৩৪৯২)

হজরত যিয়াদ বিন ইলাকা (রা.) তার চাচা কুতবা ইবনে মালেক (রা.) থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) এই শব্দ ও বাক্য বলে বলে দোয়া করতেন—‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া’, অর্থ, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ স্বভাব, মন্দ আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি: ৩৫৯১; ইবনে হিব্বান: ৯৬০)।


বিজ্ঞাপন


উল্লেখ্য,  পাপের দিকে মনে প্রচণ্ড ঝোঁক সৃষ্টি হলে ধৈর্য ধারণ করা এবং পাপ থেকে আত্মসংবরণ করা ফরজ। কেউ পাপ কাজ করার দৃঢ় ইচ্ছা করার পর যদি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহের পরিবর্তে সওয়াব লিপিবদ্ধ করে দেন। হাদিসে বর্ণিত হয়েছে—

“আর সে যদি কোনো পাপ করার সংকল্প করে; কিন্তু সে তা কাজে পরিণত না করে, তাহলে আল্লাহ তাআলা তাঁর নিকট একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন।” (সহিহ বুখারি হা/৬৪৯১ ও সহিহ মুসলিম হা/১৩১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ (স.)-এর শেখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর