দোয়া মুমিনের হাতিয়ার। একইসঙ্গে তা মর্যাদাপূর্ণ ইবাদতও বটে। দোয়াকারীকে আল্লাহ ভালোবাসেন এবং তার প্রার্থনা কবুল করতেও পছন্দ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
যেকোনো বিপদ-মসিবতে আল্লাহর সাহায্য ছাড়া গত্যন্তর নেই। কারণ তিনি ছাড়া সমস্যা দূর করার কেউ নেই। তাই যেকোনো বিপদ-মসিবত বা অসুস্থতায় মহান আল্লাহর শরণাপন্ন হওয়া উচিত এবং এটাই শিষ্টাচার। এখানে নবীজির শেখানো এমন তিন দোয়া তুলে ধরা হলো, যা কঠিন কাজ শুরুর আগে পড়া সুন্নত।
বিজ্ঞাপন
১. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)
আরও পড়ুন
যে দোয়া পড়লে যা হারিয়েছেন তারে চেয়ে উত্তম কিছু পাবেন
যেসব বাক্য উচ্চারণ করলে দোয়া বিফলে যায়
২. يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ ‘ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু বিরাহমাতিকা আস্তাগিছ।’ অর্থ: হে চিরঞ্জীব! হে বিশ্বচরাচরের ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি ও মেশকাত: ২৪৫৪)
৩. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر `রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)
বিজ্ঞাপন
উল্লেখ্য, দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পড়বেন। একনিষ্ঠভাবে কবুলের আশা নিয়ে দোয়া করবেন। ভুলেও অন্যমনষ্ক হয়ে দোয়া করবেন না। আল্লাহ তাআলা আমাদের যেকোনো কঠিন কাজে উল্লেখিত দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন এবং দয়াময় প্রভু আমাদের দোয়া কবুল করুন। আমিন।