রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুনাফিকের সকল আলামত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

মুনাফিকের সকল আলামত

‘মুনাফিক’ শব্দের উৎপত্তি ‘নেফাক’ থেকে, যার অর্থ কোনো কিছুকে গোপন রেখে বিপরীত কাজ করা। ইসলামি শরিয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে, যে অন্তরে কুফরি ও ইসলামবিরোধিতা রেখে মুখে ও প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে এবং মুসলমান হওয়ার দাবি করে। পবিত্র কোরআন ও হাদিস শরিফে মুনাফেকের অনেক নিদর্শন বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন বা আলামতগুলো নিচে উল্লেখ করা হলো।

১) নিজেকে ঈমানদার বলে প্রকাশ করেও পবিত্র কোরআন নিয়ে সন্দেহপোষণ করা। ( সুরা তাওবা: ৪৫)


বিজ্ঞাপন


২) আল্লাহ ও তাঁর রাসুলের (স.)-এর দেওয়া হুকুম ও বিধি-বিধান অপছন্দ করা। (সুরা নিসা: ৬০-৬১)

৩) ইসলামের বিজয় এবং মুসলিমদের সাহায্য করাকে অপছন্দ করা এবং মুসলিমদের অপমান-লাঞ্ছনায় খুশি হওয়া। (সুরা তাওবা: ৫০; সুরা আলে ইমরান: ১১৯-১২০)

৪) মুসলমানদের মধ্যে বিভেদ ও ফেতনা-ফাসাদ সৃষ্টি এবং অনৈক্য তৈরি করতে পছন্দ করা। (সুরা তাওবা: ৪৭)

৫) মুসলিম বাদ দিয়ে কাফের সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করা। অথচ তারা মুসলিমদের দলভুক্ত নয়, আবার তাদেরও দলভুক্ত নয়। (সুরা মুজাদালাহ: ১৪)

৬) মুমিনদের নিয়ে টিপ্পনী কাটা, উপহাস করা এবং তাদের দোষ খুঁজে বেড়ানো। (সুরা তাওবা: ৭৯)


বিজ্ঞাপন


৭) আল্লাহর দিকে ডাকলে দাম্ভিকতার সঙ্গে মুখ ঘুরিয়ে নেওয়া। ( সুরা মুনাফিকুন: ৫)

৮) সালাতকে ভারী মনে করা ও অলসতা করা (সুরা নিসা: ১৪২)। রাসুলুল্লাহ (স.) বলেন, মুনাফেকদের পক্ষে এশা ও ফজরের নামাজ আদায় করা বড় কঠিন। (বুখারি: ৬৫৭; মুসলিম: ৬৫১)

৯) নিরপরাধ মুমিনদের বিভিন্ন ফাঁদে ফেলার মাধ্যমে কষ্ট দেওয়া। (সুরা আহজাব: ৫৭-৫৮)

সমাজে সবখানেই মুনাফিক ছড়িয়ে আছে। কিন্তু তাদেরকে চিহ্নিত করা অতটা সহজ নয়। কারণ, তারা গোপনে অন্তরে কুফরি লালন করে বলেই মুনাফিক। প্রিয়নবী (স.) তাদেরকে চেনার উপায় বলে দিয়েছেন উম্মতকে। তিনি ইরশাদ করেছেন, ‘মুনাফিকের আলামত তিনটি: যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করার পর তা ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে।’ (বুখারি, কিতাবুল ঈমান: ১/৮৯, ৫/২৮৯, ৩৭৫, ১০/৫০৭, হাদিস: ৩৩, ২৬৮২, ২৭৪৯, ৬০৯৫; সহিহ মুসলিম, কিতাবুল ঈমান: ১/৭৮, হাদিস: ৫৯)

অন্য হাদিসে এসেছে, ‘চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান, সে খাঁটি মুনাফিক। এর একটি হলো বিবাদে লিপ্ত হলে সে অশ্লীলভাবে গালাগালি দেয়।’ (সহিহ বুখারি: ৩৪)

সুতরাং মুনাফিক চেনার সবচেয়ে উত্তম কৌশল হচ্ছে, নবীজি (স.) বর্ণিত আলামতগুলোর দিকে খেয়াল রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নানারকম নেফাক থেকে হেফাজত করুন। যেরকম ঈমান থাকলে তিনি খুশি হবেন, সেরকম ঈমান নসিব করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর