শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

নেকি লাভে যে ৪ দোয়ার তুলনা নেই

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

শেয়ার করুন:

নেকি লাভে যে ৪ দোয়ার তুলনা নেই

রাসুলুল্লাহ (স.) উম্মতকে বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষাপটে পড়ার জন্য অনেক দোয়া ও কালাম শিখিয়েছেন। তন্মধ্যে এমন কিছু দামী কালাম রয়েছে, যেগুলোর সওয়াব অনেক বেশি। এখানে তেমনই ৪টি মর্যাদাপূর্ণ বাক্য তুলে ধরা হলো, যেগুলো নেকি লাভে অতুলনীয়। অন্য কোনো দোয়া বা কালাম এসব দোয়ার সমপর্যায়ের নয়।

১.  سبحان الله وبحمده উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।’ অর্থ: ‘আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তাঁরই।’ 
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন- যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এই দোয়া পড়বে, কেয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। তবে যারা এই দোয়ার আমল করে, তারা ছাড়া। (মুসলিম: ২৬৯২)


বিজ্ঞাপন


২.  سبحان الله العظيم وبحمده উচ্চারণ: ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’। অর্থ: ‘আল্লাহ পবিত্র, মহান-শ্রেষ্ঠতর। সকল প্রশংসা তাঁরই।’
হজরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার বলবে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সাওয়াব অর্জনে সক্ষম হবে না। (আবু দাউদ: ৫০৯১)

আরও পড়ুন: সারাদিন ৬ জিকিরের অবিশ্বাস্য ফজিলত

৩. لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’ অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, 

রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার উল্লেখিত দোয়াটি পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে। তার জন্য ১০০ পুণ্য লেখা হবে এবং ১০০ গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে।’ (বুখারি: ৩২৯৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: সহজ পাঁচ আমলে হজের সওয়াব

৪. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।’
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রসুলুল্লাহ (স.) বলেন, এই বাক্যটি পড়া আমার কাছে সেসব বিষয়ের চেয়ে বেশি প্রিয়, যার ওপর সূর্য উদিত হয়েছে (দুনিয়া ও দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয়)। (মুসলিম: ৬৭৪০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর