শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

রমজানে যেসব কাজে সতর্ক করলেন আজহারী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

রমজানে যেসব কাজে সতর্ক করলেন আজহারী

পবিত্র রমজানে অযথা কর্মব্যবস্ততায় না জড়িয়ে রমজানের মূল লক্ষকে সামনে রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি রোজাদারদের করণীয় ও কিছু বর্জনীয় নিয়েও কথা বলেছেন। 


বিজ্ঞাপন


আজহারী লেখেন, রমাদান মানেই ভুঁড়িভোজ নয়। বেশি বেশি ইফতার পার্টিতে জয়েন করা, অপ্রয়োজনীয় শপিং করা, সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকা, মা-বোনদেরকে বাহারি রকমের ইফতারি আয়োজনে ব্যস্ত রাখার মতো কাজগুলো প্রোডাক্টিভিটি নষ্ট করে। 

আরও পড়ুন: রমজানে ১৩ আমলের ফজিলত সবচেয়ে বেশি

তিনি বলেন, রমাদান হলো ইবাদতের মৌসুম। তাই আমাদের সকলের উচিত অযথা কর্ম ব্যস্ততায় না জড়িয়ে রমাদানের মূল লক্ষ্যে ফোকাস করা। 

লেখার শেষের দিকে তিনি রাসুলুল্লাহ (স.) এর এই হাদিসটি তুলে ধরেন— ‘ভূলুণ্ঠিত হোক তার নাক, যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল।’ (তিরমিজি: ৩৫৪৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর