রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স

আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এ স্বীকৃতির মাধ্যমে ইমামতি দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত হলো। ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। খবর এএফপির।

দেশটিতে এখন থেকে ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলাম গ্রহণ করলেন ফরাসি কোচ

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল। 

আরও পড়ুন: ফরাসি মডেলের ইসলাম গ্রহণ, বললেন ‘আনন্দ প্রকাশের ভাষা নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী রেতাইয়ো ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন ঘোষণাটি। এফওআরআইএফ হলো ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ।


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর