এবারের রমজানে মালদ্বীপে তারাবির নামাজ পড়াবেন কিশোরগঞ্জ জেলার হাফেজ ও কারি শেখ মাহমুদুল হাসান আশরাফী। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে হুলহুমালে সিটির মসজিদ আল-ওয়ালিদাইনে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।
২৪ ফেব্রুয়ারি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা করবেন। বাংলাদেশের উল্লেখযোগ্য কারি সাহেবরা, সহপাঠী হাফেজ ও শুভাকাঙ্ক্ষীরা বিমানবন্দরে তাকে বিদায় ও সংবর্ধনা জানাবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাষ্ট্রীয় আমন্ত্রণে মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ কামরুল
রমজান মাসজুড়ে তার মধুর তেলাওয়াত মালদ্বীপবাসীর অন্তরে কোরআনের সুর ও সৌন্দর্যের অনন্য আবেদন ছড়িয়ে দেবে। যা বাংলাদেশের জন্য গৌরবের।
শেখ মাহমুদুল হাসান আশরাফী ২০১৯ সালে বাংলাদেশ ন্যাশনাল টেলিভিশন আরটিভি-তে প্রচারিত ‘আলোকিত কোরআন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের কোরআন চর্চার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তদুপরি, তিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, ইরান, লিবিয়া এবং অস্ট্রিয়ায় অংশগ্রহণ করে তেলাওয়াতের সূর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করেছেন।
তার এই অসাধারণ অর্জন কেবল তার ব্যক্তিগত সফলতা নয়, এটি বাংলাদেশের জন্যও এক বিরল গৌরব। তার প্রতিভা ও নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের পবিত্র বার্তা পৌঁছে দিতে এবং কোরআন শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।।