বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

মবোক্রেসি প্রসঙ্গে আজহারী বললেন এখনই থেমে যাওয়া উচিত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

মবোক্রেসি প্রসঙ্গে আজহারী বললেন এখনই থেমে যাওয়া উচিত

জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী আজ ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) তার ফেসবুক পোস্টে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন— ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.’

তিনি আরও লিখেছেন- ‘এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!


বিজ্ঞাপন


আরও পড়ুন
শিক্ষার্থীদের ঐক্য ও ষড়যন্ত্র নিয়ে যা বললেন আজহারী
নারী-পুরুষের সমান অধিকার প্রশ্নে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

‘মবোক্রেসি’ শব্দের অর্থ উচ্ছৃঙ্খল জনতার শাসন বা যেখানে তথ্য-উপাত্তের চেয়ে উত্তেজনাপূর্ণ জনমত বেশি প্রভাব ফেলে। আজহারী এ ধরনের অরাজক পরিস্থিতির বিরুদ্ধে সতর্ক করেছেন। তার এই বার্তাকে অধিকাংশ নেটিজেনই দেশে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান হিসেবে দেখছেন।

পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, “Let’s rebuild our nation”, যা ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এই বাক্যের মাধ্যমে মূলত সবাইকে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছেন তিনি।

শেষে তিনি লিখেছেন- দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন। অর্থাৎ তিনি দেশের শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে যেকোনো বিশৃঙ্খলা ও জোরজবরদস্তি বা শক্তিপ্রদর্শনমূলক কাজকর্ম থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন।


বিজ্ঞাপন


এই বার্তা কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে কোনো পরিবর্তনের সূচনা করবে, সেটাই এখন দেখার বিষয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর