শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের ইজতেমা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আয়োজকরা জানান, আজকের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- বাদ ফজর ভারতের বেঙ্গালুরুর মাওলানা ফারুকের বয়ান, সকাল ৯টা ৩০ মিনিটে হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ান, এরপর ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার গুরুত্বপূর্ণ নসিহত পেশ, দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপেও তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন।

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত উপলক্ষ্যে প্রথম ধাপের মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের দিন টঙ্গী হয়ে চলাচলকারী সব সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হবে। অন্য বছরগুলোর মতো আগের রাত থেকে আখেরি মোনাজাতের দিন পর্যন্ত সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করা হবে না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইজতেমায় ৮৬ বিয়ে 


বিজ্ঞাপন


গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ধাপের দ্বিতীয় দিনে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে মোট ৮৬টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

৯ মুসল্লির মৃত্যু

মিডিয়া সমন্বয়কারীর মো. হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের দুই ধাপ মিলিয়ে ৯ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে এবং বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নরসিংদীর মাধবদীর রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মসজিদপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ওয়াহিদ (৫০), ভোলার চরফ্যাশনের হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ জেলা সদরের রমিজ উদ্দিন (৫৫), একই জেলার বাহুবল থানার ইয়াকুব আলী (৬০), খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সাবেদ আলী (৭০) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের আমির হোসেন (৬৫)।

এদিকে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের বিশ্ব ইজতেমা।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর