রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা সামাজিক কাজে ব্যয় করা যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা সামাজিক কাজে ব্যয় করা যাবে?

কোনো কাজ ভালো হলেই মসজিদ ফান্ডের টাকা ব্যয় করা যায় না। যেকোনো দানের টাকা খরচের মূলনীতি হলো- তা দাতার ইচ্ছা অনুযায়ী খরচ করতে হয়। তাই যে টাকা মানুষ মসজিদের জন্য দিয়েছে তা মসজিদের কাজেই খরচ করতে হবে। মসজিদের জন্য দানকৃত অর্থ মসজিদ ছাড়া অসহায় মানুষদের দান করাসহ অন্য জনকল্যাণমূলক কাজে ব্যয় করা বৈধ নয়।

মূলত এ টাকা ফান্ড কর্তৃপক্ষের কাছে দাতার আমানত। দাতার ইচ্ছার বাইরে তা খরচ করলে আমানতের দাবি যথাযথভাবে রক্ষিত হয় না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মসজিদের গাছের ফল ইমাম-মুয়াজ্জিন খেতে পারবে?

অতএব, মসজিদ ফান্ডের টাকা কেবল মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট প্রয়োজনেই ব্যবহার করা জরুরি। মসজিদের প্রয়োজনীয় খরচাদি নির্বাহের পর টাকা উদ্বৃত্ত থেকে গেলে তা মসজিদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা রাখা যেতে পারে। মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। মুসল্লি ও ইমাম, মুয়াজজিন, খাদেমদের সুবিধাদি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু মসজিদ ও এতদসংশ্লিষ্ট খাত ছাড়া অন্যক্ষেত্রে ব্যয় করা যাবে না।

উল্লেখ্য, কোনো মসজিদের তহবিলে অনেক বেশি টাকা জমা হয়ে গেলে টাকা কমে আসার পূর্ব পর্যন্ত সেই মসজিদের জন্য নতুন করে অনুদান না নিয়ে দাতাদেরকে অন্য মসজিদে দান করতে বলা উচিত।

(ফতোয়ায়ে তাতারখানিয়া: ৮/১৭৯; হিন্দিয়া: ২/৪৬৪; রদ্দুল মুহতার: ৪/৪৯৫; ইলাউস সুনান: ১৩/২০০)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর