মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
মুফতি আব্দুল বারী রহ. স্মারকগ্রন্থ। ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত আলেম, জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ডের প্রতিষ্ঠাতা মুহতামিম মুসলিহে উম্মাহ মুফতি আব্দুল বারী রহ.-এর জীবন ও কর্মের ওপর প্রণীত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

জামিয়ার শিক্ষার্থীদের ‘আবনাউল আশরাফিয়া’র দশম পুনর্মিলনী সম্মেলন (ফু্যালা সম্মেলন) উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন


স্মারকগ্রন্থটির সম্পাদনা করেছেন কয়েকজন বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিকসহ জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ঝাঁক তরুণ লেখক ও বিজ্ঞ উস্তাদ।

উপমহাদেশের বরেণ্য এই মনীষীকে নিয়ে প্রামাণ্য স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেয় ‘‘আবনাউল আশরাফিয়া’। এতে সার্বিক তত্ত্বাবধান করেন জামিয়া আশরাফিয়া মাদরাসার বর্তমান মুহতামিম মোতাওয়াল্লি ও শাইখুল হাদিস মুফতি মুফিজুল ইসলাম।

জামিয়ার বর্তমান মুহতামিম স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এর লেখক, সম্পাদক, প্রকাশক ও পাঠক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই গ্রন্থের মধ্যমণি প্রিয় শায়খ মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহিমাহুল্লাহকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন সেই দোয়াও করেন তিনি।

প্রসঙ্গত, মুফতি আব্দুল বারী রহ. দেশের শীর্ষ আলেমদের অন্যতম ছিলেন। তিনি আমিরে শরিয়ত হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা, পাকিস্তানের মুফতি মুহাম্মদ শফি রহ.- এর সান্নিধ্যপ্রাপ্ত ছিলেন। রাজধানী বড়কাটারা মাদরাসারও সাবেক মুহতামিম।


বিজ্ঞাপন


বরেণ্য এই মনীষীর ওপর রচিত স্মারকগ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ছয় শতাধিক। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমদের স্মৃতিচারণমূলক লেখা স্থান পেয়েছে। রয়েছে হজরতের সংক্ষিপ্ত জীবনী এবং কর্ম ও অবদানের ওপর নানা বিশ্লেষণধর্মী লেখা। বইটির নির্ধারিত মূল্য ৩০০ টাকা। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন জামিয়া আশরাফিয়া (মাদরাসা) কর্তৃপক্ষের সঙ্গে। জরুরি প্রয়োজনে ফোন করতে পারেন ০১৬৭২৯১৫৭৫৬, ০১৯১২৯০৫১৭২, ০১৮১৯২৮২৬৩৩ নাম্বারে।

-আল আমিন বিন সাবের আলী

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর