১৪৪৬ হিজরি জমাদিউস সানি মাসের ২৯ তারিখ আজ। সন্ধ্যায় চাঁদ দেখার ভিত্তিতে জানা যাবে কত তারিখ রজব মাস শুরু হবে। ২৬ রজব দিবাগত রাতটি পবিত্র মেরাজের রাত। যে রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন।
বাংলাদেশের আকাশে আজ রজবের চাঁদ দেখা গেলে আগামী ২৭ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৮ জানুয়ারি (২৭ রজব) দিনে পালিত হবে পবিত্র শবে মেরাজ। যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল ২ জানুয়ারি দিবাগত রাত থেকে রজব শুরু হবে এবং শবে মেরাজ পালিত হবে ২৮ জানুয়ারি দিবাগত রাত ও ২৯ জানুয়ারি দিনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মেরাজে নবীজির দেখা কিছু পাপের ভয়ঙ্কর শাস্তি
নবীজির জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ রাতে তিনি ঊর্ধ্বাগমন করেন এবং অবলোকন করেন, সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।
রজব হিজরি (আরবি) সপ্তম মাস। যাবতীয় যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত ও হানাহানি নিষিদ্ধ চার মাসের একটি। মুসলিম উম্মাহর জন্য বরকতময় মাস রজব। এ কারণেই রাসুল (স.) এ রজব মাসে আল্লাহর কাছে বিরামহীন বরকতের দোয়া করেছেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে পবিত্র রজব। সেখানে আগামী ২৬ জানুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে ও ২৭ জানুয়ারি (২৭ রজব) দিনে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

