রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাই-বন্ধুর মৃত্যুতে ইন্নালিল্লাহর সাথে এই দোয়াটি পড়ুন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

ভাই-বন্ধুর মৃত্যুতে ইন্নালিল্লাহর সাথে এই দোয়াটি পড়ুন

স্বজন, বন্ধু-বান্ধবের মৃত্যু খুব কষ্টের। এমন বেদনাদায়ক মুহূর্তে ধৈর্যধারণ করা মুমিনের কর্তব্য। মৃত্যুর খবর শোনামাত্র পড়তে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহপাক ইরশাদ করেছেন, তারা (মুমিনরা) কোন মুসিবতে আক্রান্ত হলে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব)।’ (সুরা বাকারা: ১৫৬)

পাশাপাশি আরেকটি দোয়া শিখিয়েছেন নবীজি (স.)। দোয়াটি হলো— اللَّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি ফুলানিন (মৃতের নাম বলবে) ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাউইর লাহু ফিহি। (হিসনুল মুসলিম: ৫৪; সহিহ মুসলিম: ২/৬৩৪, নং ৯২০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত

অর্থ: ‘হে আল্লাহ, তুমি অমুককে (মৃত ব্যক্তিকে) ক্ষমা করে দাও এবং তাকে হেদায়াতপ্রাপ্তদের মধ্যে উঁচু মর্যাদা দান করুন। তার উত্তরসূরিদের জন্য আপনি তাদের অভিভাবক হন। হে উভয় জগতের প্রতিপালক, আপনি তাকে ও আমাদেরকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তার জন্য তা আলোকিত করুন।’ (হিসনুল মুসলিম: ৫৪; সহিহ মুসলিম: ২/৬৩৪, নং ৯২০)

আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শেখানো দোয়াটি সদ্য মৃতব্যক্তির জন্য পড়ার তাওফিক দান করুন এবং মৃত ভাই-বন্ধুকে জান্নাত নসিব করুন। আমিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর