শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উচ্চারণ ও অর্থসহ দরুদে ইবরাহিম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

উচ্চারণ ও অর্থসহ দরুদে ইবরাহিম

রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয়নবীজির (স.) প্রতি হৃদয়ে ভালোবাসা পোষণ করা এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া ও দরুদ পড়া উম্মতের ঈমানি কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজির প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়ে বলেন, ‘নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। (সুরা আহজাব: ৫৬)

যেকোনো সময় দরুদে ইবরাহিম পাঠ করা যায়। নামাজে পাঠ করা সুন্নতে মোয়াক্কাদা। নিচে পাঠকদের জন্য অর্থ ও উচ্চারসহ দরুদে ইবরাহিম তুলে ধরা হলো।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে যে কারণে

দরুদে ইবরাহিম আরবি
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

দরুদে ইবরাহিম উচ্চারণ
আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকাহামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হিমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

আরও পড়ুন: উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত


বিজ্ঞাপন


দরুদে ইবরাহিম অর্থ 
হে আল্লাহ! তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। হে আল্লাহ! তুমি হজরত মুহাম্মদ ও তার বংশধরের উপর বর্কত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর বর্কত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত। (সুনানে নাসায়ি: ১২৯১)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর